প্রবাস মেলা ডেস্ক: বর্তমান সময়ের জনপ্রিয় মডেল এবং অভিনেত্রী সাফা কবির। নিজের সৌন্দর্য আর অভিনয়গুণের বাইরেও শিরোনাম হয়েছেন কয়েকবার। লকডাউন পরবর্তী সময়ে নিয়মিত শুটিং এ ফিরেছেন তিনিও। তবে প্রতিটি কাজ শেষ করার পর দুই-তিনদিনের বিরতি টানছেন বলে জানান। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় নতুন একটি খবর দিলেন এই লাস্যময়ী।
ভক্ত ও দর্শকের পাঠানো গল্পে অভিনয় করবেন বলে জানালেন তিনি। তার ভাষ্য, আমি অনেক সময় আমার মেইল চেক করতে গেলে অনেকের পাঠানো গল্প পাই। কেউ তাদের নিজের জীবনের গল্প পাঠান। আবার কেউ কেউ তাদের গল্প ভাবনা পাঠান।
দেশের বিভিন্ন স্থানে অনেকে আছেন ভালো লেখেন। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তাদের পাঠানো গল্পে কাজ করার জন্য। অফিসিয়ালি এবার আমি গল্প পাঠানোর কথা বলেছি। আমার ভিডিও পোস্টে মেইল অ্যাড্রেস দিয়েছি গল্প পাঠানোর জন্য। সেখান থেকে যে গল্পটি পছন্দ হবে সেটিতে আমি অভিনয় করবো। এই অভিনেত্রী বরাবরই অভিনয়ের ক্ষেত্রে গল্পকে প্রাধান্য দেন। গল্প ভালো না লাগলে সে কাজ করছেন না বলেও জানান। নাটকের বাইরে সম্প্রতি তাকে দেখা গেছে ‘রাজকন্যা’ শিরোনামের একটি মিউজিক ভিডিওতে। মিউজিক ভিডিওটির জন্য দর্শকদের কাছ থেকে বেশ সাড়া পাচ্ছেন তিনি।