এড.আবুল কালাম আজাদ:
ছড়া-কবিতা- সবারে দিয়েছি ছাড়,
করোনা-সাগরে খুঁজে নাহি পাই পার।
ঐ বুঝি এলো- করে করে কাটে দিন-রাত্রি,
কত শত লোক যে হলো মৃত্যুপথের যাত্রি।
গৃহকোণে মোরা বন্ধি সবাই অপরাধ-বিনা,
ঘরই এখন শ্রীঘর মোদের, জানো কিনা?
তবু কবি-বন্ধুর তাড়া, লিখতে হবে ছড়া।
গিন্নী হে, দাও মোরে ক’টা ডিমের বড়া।
পারি কি-না দেখি গরম গরম খেয়ে,
তবে কথা দাও, তুমি পাশে রবে চেয়ে।
মেলাতে যদি নাহি পারি ছন্দ,
চোখ দুটি মোর করে দিও বন্ধ।
ক্ষণেক পরে সরিয়ে নিও হাত;
দেখিও, ছন্দরা ঝরিছে সারা রাত।
সেই ছন্দ নিয়ে গাঁথিও মালা দিনে,
পরস্পরে পরাবো তাহা নতুন করে চিনে।