বসন্তের ঋতু এলে বিরহীমন চায় মহব্বতের বাড়ি
কুমারীর অঙ্গও দোল খায় বাসন্তী শাড়ি
কবিতা’রও বসন্ত তাই এসে যায় বারবার
সৃষ্টি’র বসন্ত শিশু স্রষ্টা’র বসন্ত প্রেম
কবি’র কারবারই এ সব নিয়ে পূর্ণতা দেয় কবিতা’র
তা’হলে কী দাঁড়ালো? বসন্তের রঙিন আকাশ
কুমারী’র বিপরীতে কুমারের বসন্ত বাতাস
যৌবনে মৌবনে দোলা দিয়ে যায়
মিলনের মোহে ভোলে বৈষম্য বিলাপ
রূপ রসে ভরা কবি’র বসন্ত হয় চিরকাল তাই
বসন্তের ঋতু এলে বসন্তের কবিতা চায়
কবি’র বসন্ত চিরকাল হায়
পৃথিবী’র
কিংবা কোন দেশের বসন্ত ঐক্যের আলোতে
উদারউর্বর জমিনে জন্মায় দক্ষতা শ্রম মেধা’র ফুল
সুবাসিত সমৃদ্ধি’র তালে তালে
শুদ্ধ হই
ঋদ্ধ হই
খুলে যায় মানুষের সাফল্যকপাট
বসন্ত বাঁচাতে
ঘুণপোকা মেরে দিতে
শুরু হয় নবপাঠ
তারপরও বলি আনন্দ উচ্ছ্বাস
উচ্ছ্বলতা দরকার
উজ্জ্বলতা দরকার সব সময়
দরকার বেহিসেবি ভালবাসা ভালবাসা’র সরকার
সব দেশে প্রকাশ্যে ও ছদ্মবেশে বসন্তের নানা রং
এই হলো আশা বসন্ত ভালবাসা স্বপ্নের নাও ভাসা
ব্যর্থতা বৈষম্যের দুর্গন্ধ যাক বেঁচে থাক
সুযোগে দুর্যোগে বসন্ত বিলাসী’র স্বপ্ন ও সংগ্রাম যুগে যুগে চিরকাল।