হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: তীব্র শীতে যখন নিউইয়র্ক কাপছে, ঠিক তখনই প্রবাসী বাংলাদেশিরা মেতে উঠেছেন নগর বাউল জেমসকে নিয়ে। কারণ শীতকে ছাপিয়ে সবখানে এখন উষ্ণতা ছড়াচ্ছেন নগর বাউল জেমস।
নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত চায়ের দোকান থেকে শুরু করে সুপার মার্কেট পর্যন্ত সবখানে আলোচনা- আড্ডায় স্থান পাচ্ছে রোববার অনুষ্ঠিতব্য জেমসের লাইভ কনসার্ট। প্রবাসী তরুণ-তরুণীদের মধ্যে কনসার্টকে ঘিরে ব্যাপক সাড়া পরিলক্ষিত হচ্ছে। ব্যান্ড সংগীতপ্রিয় প্রবাসীরা আগামী ২৩ ডিসেম্বর রোববার ছুটির দিনকে বরাদ্দ করে রেখেছেন জেমসের জন্য। অনেকেই কাজ থেকে আগাম ছুটিও নিয়ে রেখেছেন। পরিবার-পরিজন নিয়ে কনসার্ট দেখার পরিকল্পনা করতেও ভুলছেন না প্রবাসীরা। তাদের মুখে একটাই কথা, নগর বাউল জেমস মানে গুরুর ব্যান্ড, প্রাণের ব্যান্ড।
প্রবাসীদের ব্যাপক আগ্রহ দেখে রীতিমতো অভিভূত কনসার্টের আয়োজক শো-টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম। তিনি বলেন, ২৩ ডিসেম্বর রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত নগর বাউল জেমস এর লাইভ কনসার্ট। এটি অনুষ্ঠিত হবে এস্টোরিয়ার প্রাণকেন্দ্র মেলরোজ বলরুমে। কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৭ টায়। দর্শকদের জন্য কনসার্ট ভেন্যুর দরজা খুলে দেয়া হবে সন্ধ্যা সাড়ে ৬ টায়। কনসার্টে টিকিটের মূল্য ধরা হয়েছে ৩০ ডলার, ৫০ ডলার, ভিআইপি ১০০ ডলার। এছাড়া রয়েছে সিআইপি টিকিট। ২১ বছরের উর্ধ্বের প্রবাসীরাই শুধু এ কনসার্ট দেখার সুযোগ পাবেন।
আলমগীর খান আলম আরো জানান, ইতোমধ্যে সিআইপি এবং ৩০ ডলারের টিকিট শেষ হয়ে গেছে। ভিআইপি টিকিট বিক্রি শেষ পর্যায়ে এবং ৫০ ডলারের টিকিট বিক্রি দ্রুত গতিতে এগিয়ে চলছে। তবে দর্শকদেরদের প্রচুর চাহিদার কারণে বলরুমের টিকেটের ব্যবস্থা থাকবে বলে জানান আলমগীর খান আলম।
তিনি বলেন, আধুনিক সাউন্ড, লাইট ও এলইডি স্ক্রিনসহ একটি জমজমাট কনসার্ট নতুন বছরের আগমণ এবং বছরের শেষে দশর্কদের উপহার দেওয়ার প্রত্যয় নিয়ে আমরা কাজ করছি।