প্রবাস মেলা ডেস্ক: বলিউডের ভাইজান সালমান খান। সারাবিশ্বে তার ভক্তের সংখ্যা অগণিত। তিনি যেখানেই যান, সেখানেই ভিড় জমে যায়। তাই বলে ‘নকল’ সালমান খানকে দেখেও ভিড় জমে? হ্যাঁ, এমনটাই ঘটেছে। এমনকি ওই নকল সালমানকে গ্রেপ্তার করেছে ঠাকুরগঞ্জ থানার পুলিশ।
জানা গেছে, গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নাম আজম আনসারি। তিনি উত্তরপ্রদেশের সালমান খান। নেটমাধ্যমে তার ফ্যান-ফলোয়ার নেহাৎ কম নয়। ইউটিউবেও তার অনুসারীর সংখ্যা ১,৬৭,০০০ এর অধিক। ইনস্টাগ্রামে পোস্ট করা রিল ভিডিওতেও লাখ লাখ ভিউ। দেখতে ও চলনে সালমান খানের মতো হওয়ায় তাকে দেখলেও উৎসুক জনতার ভিড় জমে।
ঘটনার দিন (রোববার) ক্লক টাওয়ারে ইনস্টাগ্রাম রিল ভিডিও বানাচ্ছিলেন আজম আনসারি। এ সময় তাকে দেখতে অনেকেই ভিড় জমান। সে জন্য রাস্তা আটকে যায়। প্রচন্ড ভিড়ে একের পর এক গাড়ি দাঁড়িয়ে যায়। এতেই ঘটে বিপত্তি। শান্তি বিঘ্ন করার অভিযোগে নকল সালমানকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
সূত্র: আনন্দবাজার