নূরিতা নূসরাত খন্দকার:
সান্নিধ্য ছিলোনা বলে
দূর থেকেই মুগ্ধতা ছিলো
নিকটে এলো বলেই
চাওয়া থেকে পাওয়ায় বদলে গেলো
প্রতীক্ষার কালো কালো প্রহর অবসান
অবশেষে সঙ্গোপনে
নিবিড় নীরবতায় চেয়ে বসলো মন
জানি, পরিণতির হিসেবে গিয়ে ফলাফল শূন্য হবে
-এই ক্ষণিক পাওয়া অরণ্যধামে।
তার দৃষ্টি আমায় টানে
ততোটুকুই ঢেরবেশি পাওয়া
সভ্যতার আগলে বাধ্য এক অরণ্যবাসী আমি,
তাই এতটুকু পর্যন্তই লক্ষ্মণ রেখা টেনে
দ্রাবিড়ীয় মনকে সান্ত্বনা দিয়ে বলি,
থাক না
না হয় মাঘ মাসের আগুন নাইবা ছুঁলাম এক জীবন
না হয় রঙীন আগুন উড়িয়ে
নাইবা এলো বসন্তকুমার।
অবদমনের সব শৃঙ্খল উপড়ে
দৃষ্টি বেঁকিয়ে মন বলে,
কালিমার দাগ লাগে না
অনার্য কালো দেহে
কয়লার গায়ে আগুন রঙ ছাড়া
আর কোনো রঙই উজ্জ্বল দেখায় না।
নিজেকে পোড়ানোর এতো ধৃষ্টতা
কোত্থেকে পায় মন আমার!