শেখ নজরুল:
ধন্যবাদ হে সকাল
করেছো যখন দিনের আতুর প্রসব
জীবন করেছো বহন, নতুন জীবনে
ধন্যবাদ হে দুপুর
ছড়িয়েছো কত রোদের কস্তূরী গন্ধ
নরম আগুনে জীবন রেখেছো সচল
ধন্যবাদ হে বিকেল
ক্লান্তির করিদড়ে সাজিয়েছো কত যে আশীর্বাদ
শিহরণ জাগিয়েছো ঘরে ফেরার নাভিমূলে
ধন্যবাদ হে রাত
দিয়েছো উপহার এক জীবন, প্রকাণ্ড গোলাকার
জড়িয়ে নিয়েছো ঘুমের মোহনীয় ফাঁদে
ধন্যবাদ হে বৃক্ষ
দিয়েছো অসীম প্রশান্তির ছায়া
আর বাঁচার জন্য অবশ্য অক্সিজেন
ধন্যবাদ হে প্রিয়নদী
দিয়েছো বহমান সুশীতল জলধারা
শস্যের জন্য হয়েছো প্রচুর সম্ভবনা
আর স্বপ্নকে বুকে করে করেছো পারাপার
ধন্যবাদ হে মাটি
পরিপূর্ণ করেছো জীবন, ফল ও শস্যে
নীরবে করেছো বহন আঘাত অবিরত
জীবন ও মৃত্যুর দিয়েছো সমান অধিকার
ধন্যবাদ হে ফুল
মনের গহীনে জাগিয়েছো আশ্চর্য সুন্দর
দিয়েছো প্রেম পরিণয়ের যৌথ উপহার
ধন্যবাদ হে নীলাকাশ, জোছনার চাঁদ
ধন্যবাদ হে বৃষ্টি, মেঘের পায়চারি
জীবন আর স্বপ্নের মুগ্ধ প্রতীক
ধন্যবাদ হে জনক-জননী, হে পূর্বপুরুষ
ধন্যবাদ হে জন্মভ্রুণ, নাড়িকাটার কাঁচি
ধন্যবাদ হে পাখি, প্রজাপতি, রাতের জোনাকি
ধন্যবাদ লক্ষ্মীপেঁচা, দোয়েল, কোকিল, টুনটুনি
ধন্যবাদ হে শৈশব, কৈশোর, যৌবন
ধন্যবাদ হে প্রেম, ধন্যবাদ আহা বিরহ
ধন্যবাদ হে নারী, বিপুল হৃদয়ের প্রশ্রয়
ধন্যবাদ হে কলম, কবিতার খাতা, কপালের ভাঁজ
ধন্যবাদ, প্রগাঢ় ধন্যবাদ, সবাইকে জানাচ্ছি আজ!