আনোয়ারুল ইসলাম রনি, সিউল, দক্ষিণ কোরিয়া: সম্প্রতি দঃ কোরিয়ার ছাংউন সিটিতে অনুষ্ঠিত হয়ে গেলো কোরিয়ার মাইগ্রান্টদের নিয়ে সবচেয়ে বড় উৎসব মাম্ফ ফেস্টিভ্যাল ২০১৮ ( মাইগ্রান্ট আরিরাং কালচারালফেস্টিভ্যাল ) । বাংলাদেশের সেফা তাবাচ্ছুম ও তৌফিক তামিম ভিন্ন ভিন্ন দুইটি বিভাগে ব্যক্তিগতভাবে পুরস্কার অর্জন করে ।
সেফা তাবাচ্ছুম বাংলাদেশে অবস্থিত কোরিয়ান দূতাবাস আয়োজিত ঢাকা কে-পপ এর বিজয়িনী এবং তারই সুবাদে এই অনুষ্ঠানে অংশগ্রহণ । কে-পপ এর সলো আইটেমে ১ম পুরস্কার পেয়েছে সেফা। তৌফিক তামিম ৫ বছরধরে কোরিয়াতে ছোট বড় সব অনুষ্ঠানেই একটি জনপ্রিয় নাম । বাংলা গানের পাশাপাশি তামিম কোরিয়ান গান প্রাকটিস শুরু করে। তামিম এবার মাম্ফ ফেস্টিভ্যাল ২০১৮তে সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং তৃতীয় স্থান অধিকার করে । এর আগে তামিম বিদেশীদের নিয়ে আয়োজিত বিভিন্ন ইভেন্টে বিজয়ী হয়।
উল্লেখ্য যে, তামিমের পিতা জনাব জাহিদুল ইসলাম ভূইয়া সিউল বাংলাদেশ দূতাবাসে শ্রম শাখায় ১ম সচিব হিসাবে পাঁচ বছর দায়িত্বরত ছিলেন সেই সূত্র ধরেই তামিম এখন কোরিয়াতে। তামিম আরো এগিয়ে যাক বাংলাদেশের মুখ উজ্জ্বল করুক এই প্রত্যাশা সবার।