হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ঢাকা বিশ্ব বিদ্যালয়র সাবেক ছাএ নেতা যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশি আমরিকান জসীম উদ্দীন এর লেখা ডানকিন ডানা ইংরেজি ও বাংলায় শিঘ্রই প্রকাশিত হচ্ছে। আমেরিকার নিউজার্সির পাবলির্শাস কোম্পানী ‘ম্যাচ স্টিক লিটারেসি’ প্রকাশ করছে, বাংলাদেশের বাংলাবাজারের ‘জিনিয়াস পাবলির্শাস’ বাংলায় প্রকাশ করছে। ঢাকার একুশে বই মেলায় ৮নং প্যাভিলয়নে পাওয়া যাবে বই। ভ্যালেন্টাইন ডে তে একুশে বই মেলায় মোড়ক উন্মোচিত অনুষ্ঠানে লেখক জসীম উদ্দীন ও ঢাকা বিশ্ব বিদ্যালয় শিক্ষকবৃন্দ উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, বিশ্ব বাজারে ইংরেজি ভার্সন বাজারজাত করবেন জায়েন্ট কোম্পানী ‘আমাজন’ জসীম উদ্দীন এর বিখ্যাত উপন্যাস ‘দ্য আমেরিকান ড্রিম’ ও আমাজন বিক্রি করেছে। বিখ্যাত লাইবেরী ‘ব্রানচ এন্ড নোবেল’ সহ সকল অন লাইনে ‘ডানকিন ডানা’ পাওয়া যাবে।
জসিম উদ্দিন বাংলাদেশ পূর্বাঞ্চলিয় ভারতের সীমান্তবর্তী শহর কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। মাতা কাজী রুছিয়া খাতুন এবং পিতা প্রয়াত শিক্ষাবিদ, মাষ্টার এমএ বারী। তাঁর দুই সহোদর মোজাম্মেল হক ফারুক এবং প্রয়াত শহিদুল হক সেলিম, বীর মুক্তিযোদ্ধা ছিলেন। জসীম উদ্দিন একজন বাংলাদেশি আমেরিকান ১৯৯০ এর পর থেকে তিনি স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে বসবাস শুরু করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে অনার্সসহ মাষ্টার্স ডিগ্রি অর্জন করেন। শিক্ষাকালীন সময়ে তিনি ছিলেন একজন তুখোড় ছাত্রনেতা এবং বর্তমানে তিনি সক্রিয় রাজনীতিবিদ, রাজনৈতিক বিশ্লেষক, লেখক ও গবেষক। তার লেখা ছোট গল্প, নাটক, উপন্যাস, কবিতা এবং ম্যাগাজিনে প্রকাশিত হওয়ায় তিনি অনেক প্রশংসা কুড়িয়েছেন। তার লেখনিতে প্রকাশ পায় সমাজের অবহেলিত, নিষ্পেষিত মানুষের অধিকারের কতা, দেশের কথা, Global বিশ্বায়নের কথা। ২০১৫ ঢাকার একুশে বইমেলায় লেখকের দুটি ছোটগল্পগ্রন্থ ‘রুপালী ইলিশ’ ‘প্রেমের সীমান্তে’ ও একটি উপন্যাস ‘দ্যা আমেরিকান ড্রিম’ প্রকাশিত হয়। তার লেখা ‘দ্যা আমেরিকান ড্রীম’ এই প্রথম কোনো বাঙালি আমেরিকানের রোমান্টিক উপন্যাস ইংরেজি ভার্সনে মুদ্রিত হয়ে আমেরিকান পাবলিশার্স কোম্পানী Xlibris বিশ্ব বাজারে পাঠকের হাতে তুলে দিয়ে সমাদৃত করেছেন এবং বিশ্বের সেরা অনলাইন কোম্পানী Amazon বিক্রি করেছে। ২০১৬ ঢাকার একুশের বইমেলায় লেখকের তিনটি উপন্যাস ‘অনাথ’, ‘রতন’ ও ‘সবুজ….নষ্টা নারী’ পাঠকের হৃদয় ছুয়ে গেছে। বিশ্বসাহিত্য দরবারে জসীম উদ্দিন নিজেকে স্থান করে নিয়েছেন। তিনি আমেরিকার বিখ্যাত নিউইয়র্ক ফ্লিম একাডেমিতে পড়াশুনা করেছেন (New York film Academy (NYFA)। এটা বাংলাদেশের গর্ব ‘ দ্যা আমেরিকান ড্রিম’ উপন্যাসের গল্প নিয়ে জসীম উদ্দিনের পরিচালনায় ও আমেরিকান মূলধারা চলচ্চিত্র ইংরেজি ভাষার Bell production (INC USA) এর প্রযোজনায় চলচ্চিত্রটির নির্মান কাজ দ্রুত এগিয়ে চলছে।
এপার বাংলা, ওপার বাংলার জন্য সিন-সিনারি প্রডাকশনের প্রযোজনায় বাংলা ভাষায়ও চিত্রায়ন হচ্ছে। ২০১৮ ঢাকার একুশে বইমেলায় লেখকের উপন্যাস ‘রক্সি টেরস্’ আকাশ প্রকাশনীর মাধ্যমে প্রকাশিত হয়। এবারের ২০২০ ঢাকার একুশে বইমেলায় লেখকের লেখা উপন্যাস ‘ডানকিন ডানা’ (Dunkin Dana) ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে মোড়ক উন্মোচিত হয়ে আবারও পাঠকের হৃদয় ছুঁয়ে যাবে বলে লেখক আশা প্রকাশ করেন।