জামসেদ ওয়াজেদ:
তোমার খোঁপায় দেই প্রতিদিন একটি গোলাপ
এ শুভ্র সকাল হতে এ রাত্রির গহিন অবধি
আমিতো সমুদ্র এক ক্রমাগত তুমি শাখা নদী
আশ্রিত সত্যেরা জানে জীবনের কতটুকু পাপ
পুন্যের হিসাব রাখে এই রাত জোনাকি আলোক
দূর কোন মেঘপুঞ্জ, ছায়াপথ, জ্যান্ত নীহারিকা
এক গৃহে বসবাস তথাপিও অচিন বালিকা
মোমের শরীর নয় দেহ তনু সময় জ্বালোক
তোমার ভুবন জুড়ে অহরাত্রি নিশিত আখ্যান
আমি যার দেয়ালিকা শব্দপাঠ প্রিয় বর্ণমালা
নৃতাত্ত্বিক অভিজ্ঞানে ছন্দমূল এই পদ্যপালা
ফুলের উপমা ঘেরা এই গৃহ সমূহ প্রমাণ।
এই রাত শেষ বলে এই ভোর কাঁদছে একাকী
একটি দিনের জন্য কতোকাল অপেক্ষায় থাকি।