দেশের নাম :মালয়েশিয়া
রাজধানী : কুয়ালালামপুর
রাষ্ট্রীয় ভাষা : মালয়
সরকার : কেন্দ্রীয় সাংবিধানিক রাজতন্ত্র এবং সংসদীয় গণতন্ত্র
স্বাধীনতা : ৩১ আগস্ট ১৯৫৭
জনসংখ্যা : প্রায় ৩ কোটি
আয়তন : ৩,২৯,৮৪৫ বর্গ কি. মি.
মুদ্রা : রিঙ্গিত
সময় অঞ্চল : এমসিটি (ইউটিসি+৮
গ্রীষ্মকালীন (ডিএসটি) ইউটিসি+৮
কলিং কোড : +৬০
ইন্টারনেট টিএলডি : .my
আরো কিছু তথ্য: মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত ১৩ টি রাজ্য এবং ৩ টি কেন্দ্রশাসিত অঞ্চল বিশিষ্ট একটি দেশ। দেশটির সাথে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই এবং ফিলিপাইনের সীমান্ত রয়েছে। রাজধানী কুয়ালালামপুরের ব্যস্ততা কমানোর জন্য পুত্রজায়াকে মালয়েশিয়ার কেন্দ্রীয় সরকারের নতুন প্রশাসনিক রাজধানী হিসেবে ব্যবহৃত হয়। সংসদ ভবন, বাণিজ্যিক এবং আর্থিক প্রতিষ্ঠান সমূহের বেশির ভাগই কুয়ালালামপুরে অবস্থিত। দেশটির গুরুত্বপূর্ণ শহরের মধ্যে রয়েছে জজং টাউন, ইপো, জহর বারু, কুচিং, কোতা কিনাবালু মিরি, মালাক্কা ইত্যাদি।
মালয়েশিয়া প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি দেশ। বিশেষ করে কৃষি, বন, খনিজ সম্পদ। দেশটি রাবার ও পামওয়েল রপ্তানিতে বিশ্বের মধ্যে শীর্ষস্থানীয়। বৈদেশিক মুদ্রা অর্জনে পামওয়েলের ভূমিক অনস্বীকার্য। প্রথম দফায় ১৯৮১ সাল থেকে ২০০৩ সাল টানা ২২ বছর শাসন করা মাহাথির মোহাম্মদকে আধুনিক মালয়েশিয়ার রূপকার বলা হয়। রাজনীতি থেকে স্বেচ্ছায় নির্বাসনে যাওয়ার পর দুর্নীতি, অনিয়ম-উচ্ছৃখল, অশান্তি দেখা দিলে মাহাথির আবার রাজনীতিতে সক্রিয় হন। চলতি বছরের জাতীয় নির্বাচনে জিতে ৯২ বছর বয়সী মাহাথির মোহাম্মদ আবারও দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
মালয়েশিয়ায় বাংলাদেশি: বাংলাদেশের রেমিটেন্স অর্জনের শীর্ষ অবস্থানেই রয়েছে মালয়েশিয়া। দেশটিতে প্রায় ৮ লাখ প্রবাসী বাংলাদেশি বিভিন্ন কর্মে নিয়োজিত আছেন বলে বিভিন্ন সূত্র থেকে জানা যায়।