দেশের নাম : মরিশাস
রাজধানী : পোর্ট লুইস
রাষ্ট্রীয় ভাষা : ইংরেজি ও ফরাসি
সরকার : প্রজাতন্ত্র
জনসংখ্যা : প্রায় দেড় কোটি
স্বাধীনতা : ১৯৬৮ সালে যুক্তরাজ্য থেকে
মুদ্রা : মারিশাসীয় রুপি
সময় অঞ্চল : এমইউটি (ইউটিসি+৪)
গ্রীষ্মকালীন (ডিএসটি) (ইউটিসি+৪)
কলিং কোড : ২৩০
ইন্টারনেট টিএলডি : .এমইউ

আরো কিছু তথ্য: মরিশাস পূর্ব আফ্রিকার একটি দ্বীপ রাষ্ট্র। পর্তুগিজ অভিযাত্রীরা ১৫০৭ সালে আদিবাসীবিহীন দ্বীপটি আবিষ্কার করে। তারা ১৬৩৮ সালে দ্বীপটিতে বসতি স্থাপন করে এবং ১৭১০ সালে পরিত্যাগ করে। পাঁচ বছর পর দ্বীপটি একটি ফরাসি উপনিবেশ হয়ে ওঠে এবং একে ‘আইল ডি ফ্রান্স’ নামকরণ করা হয়। নেপলিয়নীয় যুদ্ধ চলাকালে ১৮১০ সালে ব্রিটিশরা মরিশাসের নিয়ন্ত্রণ গ্রহণ করে। ১৯৬৮ সালের ১২ মার্চে স্বাধীন কমনওয়েলথ রাজত্ব এবং ১৯৯২ সালের ১২ মার্চে কমনওয়েলথ মধ্যে প্রজাতন্ত্র হয়ে না ওঠা পর্যন্ত দেশটি ব্রিটিশ শাসনের অধীনে ছিল। দেশটি বহুজাতিক এবং বহু-সাংস্কৃতিক; বহুভাষাবিদ জনসংখ্যা অধ্যুষিত এবং সেখানে ইংরেজি, ফরাসি, ক্রেওল এবং এশিয়ান ভাষা ব্যবহার করা হয়।

মরিশাসের সাথে বাংলাদেশের সম্পর্ক: মরিশাসের সাথে বাংলাদেশের ভালো দ্বি-পাক্ষিক সম্পর্ক রয়েছে। ১৯৭২ সালের ২০ ফেব্রুয়ারি মরিশাস বাংলাদেশকে স্বীকৃতি দেয়। বাংলাদেশি বস্ত্র এবং হস্তশিল্প নির্মিত সামগ্রী মরিশাসের বাজারে ভালো কদর রয়েছে। ২০০৫ সালে বাংলাদেশ মানবসম্পদ রপ্তানি খাতে মরিশাসের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এরপর থেকে এখন পর্যন্ত মরিশাসে প্রায় ৩০ হাজার এরও বেশি বাংলাদেশি রয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা যায়।