দেশের নাম : ক্রোয়েশিয়া
রাজধানী : জাগরেব
রাষ্ট্রীয় ভাষা : ক্রোয়েশীয়
জাতীয়তাসূচক বিশেষণ : ক্রোয়াট, ক্রোয়েশীয়ান
সরকার : সংসদীয় গণতন্ত্র
স্বাধীনতা লাভ : ২৫ জুন, ১৯৯১ যুগোস্লাভিয়া থেকে
জনসংখ্যা : প্রায় ৪৫ লক্ষ
আয়তন : ৫৬.৫৯৪ বর্গ কি.মি. (২১, ৮৫১ বর্গ মাইল)
মুদ্রা : kuna
সময় অঞ্চল : সিইটি (ইউটিসি+১
গ্রীষ্মকালীন : (ইউটিসি+২)
কলিংকোড : ৩৮৫
ইন্টারনেট টিএলডি : .hr
আরো কিছু তথ্য: কিছুদিন আগেও ক্রোয়েশিয়া নামক দেশটি আমাদের কাছে খুব একটা পরিচিত ছিলনা, কিন্তু এবারের ফুটবল বিশ্বকাপে ক্রোয়াটরা যে রূপকথার গল্প তৈরি করলো এখন আর কারো কাছেই দেশটি অপরিচিত নয়। পুরো বিশ্বকাপজুড়ে তাদের ছিল নান্দনিক ফুটবলের প্রদর্শন। বিশ্বকাপ না জিতলেও বিশ্ববাসীর কাছে ক্রোয়েশিয়া এখনও আলোচনার বিষয়বস্তু।
ক্রোয়েশিয়া ইউরোপ মহাদেশের একটি স্বাধীন রাষ্ট্র। সরকারি নাম প্রজাতন্ত্রী ক্রোয়েশিয়া (Republika Hrvatska)। ক্রোয়েশিয়া দক্ষিণপূর্ব ইউরোপের কেন্দ্রে অবস্থিত। এর উত্তর পূর্ব সীমান্তে হাঙ্গেরি, পূর্বে সার্বিয়া, দক্ষিণ পূর্বে বসনিয়া হার্জেগোভিনা ও মন্টিনিগ্রো, পশ্চিমে দিনারীয় আল্পস পর্বতমালা।
ক্রোয়েশিয়ার রাজনীতি একটি সংসদীয় প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক প্রজাতন্ত্র কাঠামোতে পরিচালিত হয়। প্রধানমন্ত্রী একটি বহুদলীয় ব্যবস্থাতে সরকার প্রধান। নির্বাহী ক্ষমতা সরকারের হাতে এবং আইন প্রণয়ন ক্ষমতা ক্রোয়েশীয় সংসদ বা সাবর (Sabor)-এর হাতে ন্যস্ত। বিচার বিভাগ নির্বাহী ও আইন প্রণয়ন বিভাগ হতে স্বাধীন। ক্রোয়েশিয়ার বর্তমান সংবিধান ১৯৯০ সালের ২২ ডিসেম্বর গৃহিত হয়।
ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত ক্রোয়েশিয়ার মোট আয়তনের এক তৃতীয়াংশই বন জঙ্গলে ঢাকা বলে বিশ্বব্যাংক এর এক তথ্যে জানা গেছে।
ক্রোয়েশিয়ায় বাংলাদেশি: নানাসূত্র থেকে জানা যায়, ক্রোয়েশিয়াতে প্রায় ১০০-১৫০ জন বাংলাদেশি বসবাস করেন।