প্রবাস মেলা ডেস্ক: লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরের নৌকাডুবির ঘটনায় বেঁচে যাওয়া ১৫ বাংলাদেশিকে দেশে ফেরত আনা হয়েছে। আজ (২১ মে) মঙ্গলবার ভোরে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের নিয়ে অবতরণ করে।
১০ মে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে ৫৭ জন আরোহীসহ একটি নৌকা ডুবে যায়। নৌকা থেকে ১৫ বাংলাদেশিকে জীবিত উদ্ধার করে স্থানীয় জেলে ও নৌবাহিনী।
জানা যায়, গভীর সাগরে তাদের বড় নৌকা থেকে অপেক্ষাকৃত ছোট একটি নৌকায় তোলা হলে কিছুক্ষণের মধ্যে সেটি ডুবে যায়। প্রাণহানির ঘটনা ঘটে।
ডুবে যাওয়াদের মধ্যে ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়। এর মধ্যে ১৪ জনই ছিলেন বাংলাদেশি। পরে সরকারের পক্ষ থেকে নিহত ৩৯ বাংলাদেশির একটি তালিকা প্রকাশ করা হয়।
ভোরে বিমানবন্দরে নামার পরই তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে ইমিগ্রেশন পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে তাদের নিজ ঠিকানায় চলে যেতে পারবেন।