প্রবাস মেলা ডেস্ক: দেশের জনপ্রিয় তারকা রাফিয়াত রশিদ মিথিলা। কলকাতার আলোচিত নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে বিয়ের পর সেখানেই থাকতে হয় এই অভিনেত্রীকে। এ বছরের মে মাসে তাদের বিয়ে বিচ্ছেদের সম্ভাবনার খবরে সরগরম হয়ে উঠেছিল সামাজিক যোগাযোগমাধ্যম। ভারতের জনপ্রিয় একটি পত্রিকা নাম প্রকাশ না করে ইঙ্গিতপূর্ণভাবে তাদের ভেতরকার দূরত্বের খবর প্রকাশ করেছিল।
সেই প্রতিবেদনে বলা হয়েছিল, বয়সে ছোট এক তরুণীকে মন দিয়েছেন সৃজিত। তবে তিনি কোনও অভিনেত্রী নন। ক্যামেরার পেছনে কাজ করেন। এদিকে এরইমধ্যে একমাস পেরিয়ে গেছে। সৃজিতের সঙ্গে বিচ্ছেদ সত্যিই কি হচ্ছে? দুই সপ্তাহ পর দেশে ফিরে এই প্রশ্নের উত্তর দিলেন দিলেন তিনি।
বিচ্ছেদের খবর মিথ্যা উল্লেখ করে মিথিলা বলেন, একটা মিথ্যা জিনিস মানুষ কীভাবে ছড়িয়ে দেয়, অবাক লাগে। অথচ কত ভালো ভালো কাজ করে যাচ্ছি, সেগুলো নিয়ে ওভাবে লেখাও হয় না, ছড়ানোও হয় না। অনলাইনের যুগে এসে যে যেভাবে পারছে, মনগড়া লিখে দিচ্ছে। তবে এসব নিয়ে আমি একদমই মাথায় ঘামাই না। দিনশেষে মিথ্যা মিথ্যাই থেকে যায়।
তিনি আরও বলেন, ওখানে (পশ্চিমবঙ্গ) একটি অনলাইন পোর্টালে মজা করে লেখা একটি গসিপ স্টোরি হয়েছিল। সেখানে কারোর নামও উল্লেখ ছিল না, কিন্তু পরবর্তী সময়ে বিষয়টিকে অন্যান্য ওয়েব পোর্টাল রং দিয়ে আমাদের নাম জুড়ে দিয়েছে। এরপর যার যার মতো করে ছড়িয়েছে। কলকাতায় এ ধরনের গসিপের চর্চা নিয়মিতই হয়। সেখানে তারকারা এসব গসিপ নিয়ে মাথায় ঘামায় না। কারণ, কোনটা সত্য, কোনটা মিথ্যা, তা সবাই জানে, বোঝে।
এর আগে বিচ্ছেদের সম্ভবনার খবর প্রকাশের পর এক বাক্যে মিথিলা প্রতিক্রিয়া জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, এই খবরের সঙ্গে আমি সম্পৃক্ত নই। খবরে কি আমার নাম আছে?
এর আগে একাধিকবার মিথিলা-সৃজিতের ভাঙনের গুঞ্জন উঠেছে। প্রত্যেকবার তারা বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। এবারও তাই করলেন।
প্রসঙ্গত, মিথিলা-সৃজিতের পরিচয় হয় সংগীতশিল্পী অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখানে থেকেই বন্ধুত্ব, তারপর প্রেম। যদিও এর আগে, সৃজিতের সঙ্গে জয়া আহসানের প্রেমের গুঞ্জন ছিল মিডিয়া পাড়ায়।