সৈয়দ মামুন হোসেন, মানামা, বাহরাইন প্রতিনিধি: দীর্ঘ সাড়ে পাঁচ বছর সফলতার সাথে দায়িত্ব পালন শেষে দেশে ফিরে গেলেন বাহরাইনের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব:) কে এম মমিনুর রহমান। তিনি ২০১৪ সালের ৩০ জুন থেকে বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত হিসাবে যোগদান করেন।
৭ই মার্চ ২০২০, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার একটি ফ্লাইটে বাহরাইন ত্যাগ করেন তিনি। তাকে বিদায় জানাতে বাহরাইন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে উপস্থিত ছিলেন, বাংলাদেশ দূতাবাসের সকল কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ আওয়ামী লীগ বাহরাইন শাখার নেতৃবৃন্দ ও কমিউনিটির অন্যান্য নেতাকর্মী সহ সাধারণ প্রবাসীরা। সেসময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব:) কে এম মমিনুর রহমান ও তার সহধর্মীনি শেষবারের মত সকলের সকলের নিকট হতে বিদায় চেয়ে নেন । উপস্থিত ছিলেন, দূতাবাসের দূতালয় প্রধান মো: রবিউল ইসলাম, লেবার কাউন্সিলর শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, বাহরাইন আওয়ামীলীগের সভাপতি আলাউদ্দিন নূর, তালিমুল কুরআন সভাপতি ইঞ্জিনিয়ার জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বদরুল আলম, সিআইপি মোহাম্মদ সফিউদ্দিন, ব্যবসায়ী আইনুল হক, ব্যবসায়ী জসিম উদ্দিন, ব্যবসায়ী আলাউদ্দিন আহমেদ, কামাল আহমেদ সহ আরো অনেকে ।