প্রবাস মেলা ডেস্ক: অনেকটা নিরবে ১৪ ডিসেম্বর দেশের ১৯টি সিনেমা হলে মুক্তি পেয়েছে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘তুই শুধু আমার’ ছবিটি। এটি যৌথভাবে পরিচালনা করেছেন ভারতের পরিচালক জয়দীপ মুখার্জি ও বাংলাদেশের অনন্য মামুন।
এ সম্পর্কে মাহি বলেন, কলকাতায় ছবিটি আগেই মুক্তি পেয়েছে। দেরীতে সেন্সর হবার কারণে ১৪ ডিসেম্বর বাংলাদেশে মুক্তি পেল এ ছবিটি। আশা করি, এ ছবির গল্প ও গান দর্শকরা পছন্দ করবেন। ছবিটি প্রযোজনা করেছে ঢাকার অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কলকাতার এস কে মুভিজ।
প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, কয়েকদিন আগেই ছবিটির সেন্সর ছাড়পত্র হাতে পেয়েছেন বাংলাদেশি অংশের নির্মাতা অনন্য মামুন এবং বাংলাদেশে আসন্ন নির্বাচনের কারণে অনেকটা নিরবে মুক্তি পেয়েছি ছবিটি।
এই ছবিতে মাহির বিপরীতে কলকাতার দুই নায়ক ওম এবং সোহম অভিনয় করেছেন। এ প্রসঙ্গে মাহিয়া মাহি বলেন, অভিনয়ে আসার আগেেই আমি সোহমের অভিনয় দেখেছি, ওমও আমার পছন্দের অভিনেতা, তাদের দুজনের সঙ্গে কাজ করতে পেরে আমি দারুণ খুশি। ছবিটিতে বাংলাদেশের শিল্পীদের মধ্যে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, শাহেদ আলী, রেবেকা, আমান রেজা প্রমূখ।