হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: জেনারেল আজিজ আহমদ বাংলাদেশের উদ্দেশ্যে ১১ ফেব্রুয়ারি ২০২১ আকাশ পথে রওয়ানা হয়েছেন। আমেরিকার প্রতিরক্ষাবাহিনীর প্রধানের আমন্ত্রণে তিনি আমেরিকায় এসেছিলেন। এদেশে সব কাজ সম্পন্ন হবার পর নিউইয়র্কে তার পারিবারিক আত্মীয়ের বাসায় কাটালেন আন্তরিক ঘনিষ্ঠতায়।
অবশেষে ফিরছেন। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আজিজ আহমদ এস.বি.পি, বি.এস.পি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবি.এম.এস, পি.এস.সি। একসাথে যে দুজন এসেছিলেন। সেই দুজনই একসাথে আকাশে উঠলেন নিউইয়র্ক থেকে।
বাংলাদেশে পৌঁছানোর পর তিনি তার নিজ পদে বহাল থেকে করণীয় দায়িত্ব পালন করবেন। এবছরের জুনের শেষ সপ্তাহ পর্যন্ত তার চাকরির মেয়াদ। চাকরির মেয়াদের এই পর্যায়ে আমেরিকার প্রতিরক্ষাবাহিনীর প্রধানের আমন্ত্রণ পাওয়ার এই সৌভাগ্যের খবর পেয়ে তিনি কতটুকু অভিভূত হয়েছিলেন, তা প্রকাশ হয়নি। হবার কথাও নয়। তবে ফেরার দিন জেএফকে এয়ারপোর্টে দিনের সকালে তাকে স্বাভাবিক ও চমৎকার মনমানসিকতায় দেখা গেছে।
আমেরিকার বর্তমান সরকারের দায়িত্ব নেবার প্রথম দিকে বাংলাদেশের সেনাপ্রধান আগমণ হয়েছে পেন্টাগনে। বিষয়টা আকস্মিক কোন ঘটনা নয়। তার আসবার কথা আরো প্রায় দুমাস আগে। আমেরিকায় জাতীয় নির্বাচনের ফল নিয়ে বড় ঘটনারও আগে। তখন তার আসা হয়নি। সম্ভব হয়নি। বাংলাদেশের বৈশ্বিক গুরুত্ব দেখে শোনে ফিরে গেলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সেনাপ্রধান।
মিয়ানমারে ভয়াল উৎকণ্ঠা এবং ভারত-চীন সীমান্তে উভয় পক্ষের অস্ত্র গুটিয়ে নেয়ার নতুন প্রেক্ষাপটে বাংলাদেশের সেনাপ্রধানকে আমেরিকায় এনে প্রধান বিশ্বশক্তির সর্বোচ্চ পর্যায়ের বৈঠকে উল্লেখযোগ্য গুরুত্ব দেয়ায় বাংলাদেশের আলোকিত মর্যাদার প্রতিফলন হয়েছে।