হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ইকবাল আলমগীরের পরিকল্পনায় ও সালাম মাহমুদের সঞ্চালনায় ৪ সেপ্টম্বর ২০২১ শনিবার, বাংলাদেশ সময় রাত ৯.৩০ মিনিটে এবং যুক্তরাষ্ট্র সময় সকাল ১১.৩০ মিনিটে দেশের উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা শীর্ষক অনলাইন বাংলাটিভি-৭১ আয়োজিত একটি লাইভ ভার্চুয়াল টকশো অনুষ্ঠিত হবে।
আলোচক হিসেবে থাকবেন হাকিকুল ইসলাম খোকন, উপদেষ্টা, যুক্তরাষ্ট্র (আমেরিকা) আওয়ামীলীগ ও সিনিয়র সাংবাদিক এবং সভাপতি, আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিন, জসিম উদ্দিন, প্রেসিডেন্ট, US-Bangladesh co- operation, মোশতাক চৌধুরী, চেয়ারম্যান, ষ্টার মুভমেন্ট বাংলাদেশ ও যুগ্ম সাধারণ সম্পাদক, কানাডা-বাংলাদেশ সলিডারিটি এবং রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান, সুনামগঞ্জ জেলা সমিতি, ইউকে। অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন বাংলাটিভি-৭১।