হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: নিউইয়র্ক প্রবাসী মূলধারার ক্লিন্টন ড্যামোক্রেটিক ক্লাবের বোর্ড অব ডাইরেক্টর ও বঙ্গবন্ধু প্রচার কেন্দ্র সমাজকল্যান পরিষদের সহ সভাপতি দেলওয়ার মানিক ২০১৮ সালের স্পেকট্রাম কমিউনিকেশনের শ্রেষ্ঠ এমপ্লয়ী নির্বাচিত হয়েছেন।
স্পেকট্রামে কর্মরত প্রায় ৯০ হাজার এমপ্লয়ীদের মাঝে দেলওয়ার মানিক শ্রেষ্ঠ এমপ্লয়ী নির্বাচিত হয়েছেন। এর জন্য তিনি ২ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত এলিট সেলস ক্লাব ট্রিপে আরুবা তে অবকাশ যাপনে আছেন। দেলওয়ার মানিক স্পেকট্রাম কমিউনিকেশনে ২০১৭ সালেও শ্রেষ্ঠ এমপ্লয়ী নির্বাচিত হয়েছিলেন। এজন্য সপরিবারে ২০১৭এ ফ্লোরিডায় অবকাশ যাপনের সুযোগ পেয়েছিলেন এলিট সেলস ক্লাব ট্রিপে। স্পেকট্রাম কোম্পানীতে প্রায় ৯০ হাজার এমপ্লয়ীদের মাঝে ২০১৭ এবং ২০১৮ শ্রেষ্ঠ এমপ্লয়ী নির্বাচিত হয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সুনাম বয়ে এনেছেন দেলওয়ার মানিক । তিনি দীর্ঘদিন যাবত এ কোম্পানীতে সুনাম ও দক্ষতার সাথে কাজ করে আসছেন।