রাশেদ কাদের, জর্ডান থেকে: রিপা আক্তার ৯ বছর ধরে কাজ করছিলেন জর্ডানের আল হাসান ইন্ডাস্ট্রি এরিয়ার ক্লাসিক ফ্যাশন এপারেলস গার্মেন্টসে। গার্মেন্টসে কয়েকজন সহকর্মী সহ রিপা আক্তারের দেহে করোনা পজেটিভ ধরা পরে। বাকিরা সুস্থ হয়ে উঠতে পারলেও ডাক্তারদের সকল চেষ্টা ব্যর্থ করে ২৯ অক্টোবর ২০২০ মরনব্যাধি করোনায় মারা যান রিপা আক্তার (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৩২ বছর। রিপা আক্তার ক্লাসিক ১ এর ১৯ নাম্বার লাইনে কাজ করতেন। বিভিন্ন এয়ারলাইন্সের করোনা রোগীর লাশ বহন নিষেধাজ্ঞা থাকলেও বাংলাদেশ দূতাবাসের সহায়তায় এবং কোম্পানির খরচে ২১ নভেম্বর ২০২০ সকালে বাংলাদেশ পৌছায় মৃত রিপা আক্তারের লাশ। রিপা আক্তারের সাথে কর্মরত তার ছোট বোন দূতাবাস এবং ক্লাসিক কোম্পানিকে ধন্যবাদ জানান। এক কন্যা সন্তানের জননী রিপা আক্তার বগুড়া জেলার শাহজানপুর উপজেলার মাধবপুর গ্রামের মোকবোল হুসেন ও জুলেখা বেগমের মেয়ে।