চঞ্চলা চঞ্চু:
শুধুই চেয়ে দেখেছি
ভালোবাসা উচ্চারণ করতে
তোমার কতখানি কষ্ট হয়।
আমার অপেক্ষা
তোমার বিদ্রুপের আড়ালে ছিল
শুধুই কাচের মতো!
ভেঙে শুনতে চেয়েছ গান,
ভাঙিনি!
বরং তোমার শরীরেই
দু কদম হেঁটে গেছে আমার কটাক্ষ!
বুঝে নিয়েছি কীভাবে ভালোবাসার মতো
ফাঁদ হয়ে আছ তুমি
আর কীভাবে ভালোবাসতে চাও ভালোবাসা ছাড়াই।
নিজেকে নিবিয়ে বুঝে নিয়েছি
কীভাবে লেখা হতে পারে
বহু-ব্যবহারে ক্লান্ত ন্যায়বর্জিত শরীরটা তোমার!
পুড়তে থাকা নীরবতায়
গনগনে ঘৃণা হয়ে বুঝে নিয়েছি
কীভাবে ভালোবাসতে চেয়েছ তুমি ভালো না বেসেই।