রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: প্রতিদিনের ন্যায় আজ ১২ই এপ্রিল ২০২০ সিরিয়াল আত্মমানবতার সেবার আরেকদিন। এ সময় কাজ করেছেন মানবতার বেশ কিছু সেচ্ছাসেবক। গরীব দুঃখি মানুষের বন্ধুখ্যাত চকবাজার ওয়ার্ড কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, বিশিষ্ট ব্যাংকার আরিফুজ্জামান পাপলু, রিয়াজুদ্দিন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শাহাবুদ্দিন শিহাব, যুব উদ্যোক্তা জাকির হোসেন সেতু । আয়োজনে ছিলেন কেনটাকী রেষ্টুরেন্টের সত্ত্বাধিকারী ছিদ্দিক রহিম।

আয়োজক সূত্রে জানা যায়, বিভিন্ন ব্যক্তিরা নাম প্রকাশে অনিচ্ছুক প্রকৃত দানশীল আমাদের অনুপ্রেরণা ও কিছুটা স্পন্সর করছেন । কেউ দুদিন কেউবা চারদিনের খাবারের জন্য যাবতীয় খরচ নিজ দায়িত্ব নিয়ে বহন করছেন। উক্ত পুরা সপ্তাহব্যাপী এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন নগরটিভি’র নির্বাহী প্রধান সাংবাদিক মুহাম্মদ জামাল উদ্দিন। তত্ত্বাবধায়কের দায়িত্বে থাকা সাংবাদিক মুহাম্মদ জামাল উদ্দিন জানান, বিভিন্ন ধনাঢ্য ব্যক্তিদের স্পন্সর আমরা কাজে লাগাচ্ছি । আর আমরা নিজেরা নিজ দায়িত্ব মনে করে রান্না বান্না করে রাস্তায় থাকা ছিন্নমূল বা মেডিকেলে জরুরি সেবা নিতে আসা দুস্থ মানুষদের একবেলা খাওয়ানোর দায়িত্ব নিয়েছি । আমাকে যারা সাথে থেকে সাহায্য করে যাচ্ছেন তারা হলেন, জাফর, মাহবুব, মোস্তফা, মোকাররম সুমন, রিয়াদ প্রমূখ। তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই।