আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: ইতালিতে দুর্নীতি ও অনিয়মের দায়ে মোহাম্মদ শফিক নামের এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ইতালির পুলিশ।
জানা গেছে, ১০ বছরের জেলসহ ক্রোক করেছে তার ইতালিতে ব্যবসাপ্রতিষ্ঠান ও ব্যাংক অ্যাকাউন্ট এবং তার নিজ বাসা থেকে জব্দ করা টাকা । ৬ নভেম্বর ইতালি পুলিশের বিশেষ শাখা ‘গোয়ারদা দি ফিনানসা’(Goarda di Finanza) এই প্রবাসী বাংলাদেশিকে গ্রেফতার করে। এরই মধ্যে দুর্নীতি-অনিয়মের দায়ে তাকে ১০ বছরের জেল দিয়েছেন ইতালির একটি আদালত।
অনুসন্ধানে জানা গেছে, শফিক মোহাম্মদ ইতালিতে ‘গাজী এসআরএল’ ও ‘এসএনবি এসআরএল’ নামে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক। সম্প্রতি অবৈধভাবে দেশে টাকা পাচারসহ ইতালি সরকারকে আয়কর ফাঁকি ও নিজের শ্রমিকদের ঠিকমত বেতন পরিশোধ না করার অপরাধে তিনি গ্রেফতার হন ।
এসময় শফিকের কাছ থেকে নগদ ২ লক্ষ ইউরো যা বাংলাদেশি টাকায় ২ কোটি টাকা, ২ টি ফ্ল্যাট ও গাড়ি বাজেয়াপ্ত করে পুলিশ। পাশাপাশি তার সকল ব্যাংক এ্যাকাউন্টও বাজেয়াপ্ত করা হয়।
জানা যায়, তার প্রতিষ্ঠানে কাজ করা শ্রমিক গাজীপুরের আমিনুল ইতালি পুলিশের কাছে অভিযোগ করেন। অভিযোগের পর তাকে গ্রেফতার করা হয়। তারপর পুলিশ শ্রমিকদের ডিউটি টাইমের খাতা চেক করে সেখানেও সমস্যা খুঁজে পান। অপরদিকে অবৈধভাবে কামানো এই টাকা অবৈধভাবে দেশে পাচার করছে শফিক। এইসব বিষয়ে তথ্য প্রমাণ পাওয়ার পর তাকে ১০ বছরের জেল দেয় ইতালির আদালত। বর্তমানে শফিক ইতালির কারাগারে বন্দি জীবনযাপন করছেন।