রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স: দুর্গাপূজা বা দুর্গোৎসব হিন্দু দেবী দুর্গা আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় ও সামাজিক উৎসব । হিন্দুদের কাছে দেবী দুর্গা মহা শক্তির প্রতীক, সেই মহাশক্তিকে হিন্দুরা মৃন্ময়ী প্রতিমা মধ্যেদিয়ে চিন্ময়ী ব্রহ্মশক্তি কে দর্শন করেন ।
ফ্রান্সের প্রবাসের মাটিতে প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে হিন্দু ধর্মের সবচেয়ে বড় অনুষ্ঠান দুর্গাপূজা। আর এই দুর্গাপূজাকে ঘিরে ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের নানান আয়োজন করেছেন। পূজাকে কেন্দ্র করে ফ্রান্সে ধর্মাবলম্বী বাংলাদেশিরা কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছেন।
বাংলাদেশ কাপড়ের দোকান তেমন বেশি না থাকলেও প্যারিসে রয়েছে বাংলাদেশী মালিকাধীন কিছু দোকান যার মধ্যে একটি রিভলি স্টোর। এখানে বাংলাদেশ ও ভারতের সব ধরনের কাপড় পাওয়া যায় সেজন্য ক্রেতাদের উচ্ছে পড়া ভিড় রিভলি স্টোরে। ক্রেতারা বলেন, প্রবাসে বসবাস করেও বাংলাদেশ সব ধরনের কাপড় পাওয়া যায় এখানে এটা সত্যি আনন্দদায়ক। এবং বাচ্চারা তাদের পছন্দমত কাপড় কিনতে পেরে অনেক আনন্দিত।
তারা বলেন, যে কোনো অনুষ্ঠান পরিবার-পরিজন আত্মীয়-স্বজন ছাড়া প্রবাসের মাটিতে করাটা সত্যি কষ্টদায়ক তারপরও বাংলাদেশি কমিউনিটির সাথে মিলেমিশে একসাথে উদযাপন করতে পেরে কিছুটা স্বস্তি পাওয়া যায়। পূজার দিনগুলো সুন্দর এবং রঙিন করার জন্য আগে থেকেই কাপড়-চোপড় কেনাকাটা ও উদযাপন নিয়ে ব্যস্ত প্রবাসীরা