শিবব্রত গুহ, কোলকাতা, ভারত থেকে: করোনা এখন সারা পৃথিবী জুড়ে এক জ্বলজ্যান্ত আতঙ্কের নাম। মানুষের জীবন ও জীবিকাকে এক বিরাট বড় প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে এই মারণ ভাইরাস। মানুষ আজ দিশেহারা। এই মারণ ভাইরাস থেকে বাঁচতে হলে সামাজিক দূরত্ব মেনে চলতেই হবে। এছাড়া, আমাদের সদা সর্বদা থাকতে হবে সতর্ক। আমাদের মাস্ক ব্যবহার করতেই হবে। সেই সাথে সাবান অথবা স্যানিটাইজার।
রেডক্রসের নাম আমাদের সবারই জানা। এক আন্তর্জাতিক সংগঠন হল এই রেডক্রস। দুর্গাপুর রেডক্রস সম্প্রতি এক অভূতপূর্ব উদ্যোগ গ্রহণ করেছিলো। তারা গোপালমাঠে জনসাধারণের মধ্যে মাস্ক ও সাবান বিলি করে। যা বর্তমান এই মহামারী পরিস্থিতিতে খুব খুব প্রয়োজনীয়। এর জন্য কোন প্রশংসাই যথেষ্ট নয়। এ ব্যাপারে দুর্গাপুর রেডক্রসের পক্ষ থেকে মাননীয় চন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা অনবদ্য- একথা বলা যায় অনায়াসে।