মহিউল করিম আশিক, দুবাই, ইউএই: বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে অভ্যর্থনা ও নৈশভোজের আয়োজন করেছে দুবাই বাংলাদেশ কনস্যুলেট । দুবাই হায়াত রেজিন্সীর বলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুরুতেই বাংলাদেশ ও আমিরাতের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এ সময় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কাউন্সিলররা বাংলাদেশে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ সদস্য ও অবকাঠামো উন্নয়ন মন্ত্রী ড. আবদুল্লাহ বিন মোহাম্মদ বেলহেফ আল নুঈইমি।
এ সময় উপস্থিত ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ ইমরান, দুবাই কনস্যুলেটের কনস্যাল জেনারেল ইকবাল হোসোইন খান, কমার্শিয়াল কাউন্সিলর একে এম রফিক আহম্মেদ, কাউন্সিলার ফাতেমা জাহান, প্রথম সচিব ( শ্রম) ফকির মনোয়ার হোসেন, প্রথম সচিব পার্সপোর্ট ও ভিসা মিস নুর-এ-মাহাবুবা জয়া । অনুষ্ঠানটি পরিচালনা করেন দূতালয় প্রধান প্রবাস লামারাং।
অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতা দিবসের তাৎপর্য সবার সামনে তুলে ধরেন। বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার অভিমতও ব্যক্ত করেন তারা। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ ও অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। শেষে আমিরাতে বাংলাদেশ স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এসময় দুবাই কনস্যুলেটের বিভিন্ন কর্মকর্তা সহ আমিরাতে বাংলাদেশ কমিউনিটি ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী সংগঠন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।