মহিউল করিম আশিক, দুবাই, ইউএই: ২৫ মার্চ সোমবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ২৫ মার্চ কালো রাতের বর্বর হত্যাকাণ্ডের স্মৃতিচারণ করে গণহত্যা দিবস পালন করে বাংলাদেশ কনস্যুলেট।
কনস্যুলেটের কনফারেন্স রুমে আয়োজিত গণহত্যা দিবসের আলোচনা সভায় কনসাল জেনারেল ইকবাল হোসাইন খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘শত ষড়যন্ত্র সত্বেও পৃথিবীর কোনো দেশ এই বিচারকার্য থামাতে পারেনি। এটি আন্তর্জাতিক অপরাধ। এটি কোনো রাজনৈতিক ক্ষোভে নয় বরং দেশের বিরুদ্ধে যারা উঠে পড়ে লেগেছিল তাদের বিরুদ্ধেই এই বিচার।’
জাতীয় সংসদে ২৫ মার্চকে গণহত্যা দিবস পালনের প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এসময় ধন্যবাদ জানান শিক্ষা উপমন্ত্রী।
পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে গণহত্যা নিয়ে একটি বিশেষ প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়। এর আগে দূতালয় প্রধান প্রবাস লামারাং এর সঞ্চালনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন কমার্সিয়াল কাউন্সিলর ড. রফিক আহমেদ ও ফাতেমা জাহান।