মহিউল করিম আশিক, দুবাই, ইউএই: ২৪ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার দুবাই এর কনসাল জেনারেল ইকবাল হোসাইন খান এর সাথে হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাতের সভাপতি নজরুল হাসান, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইশতিয়াক আসিফ সৌজন্য সাক্ষাত করেন ।
এসময় কনসাল জেনারেল বলেন, কোন সমিতিকে টিকিয়ে রাখতে প্রয়োজন একতা। সেই সাথে তিনি হাটহাজারী সমিতির আর্তমানবতার কাজগুলো দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধি দলের উদ্দ্যেশ্য করে বলেন, এই সংগঠন দেশে মানব সেবার পাশাপাশী যেন প্রবাসেও বিভিন্ন উন্নয়নমূলক কাজে জড়িত থাকে।
এসময় প্রতিনিধি দল কনসাল জেনারেল ইকবাল হোসাইন খান যে কোন সমস্যায় হাটহাজারী সমিতির সদস্যদের সাহায্য করবেন বলে আশ্বাস দেন।
তিনি জানান ” সকল প্রবাসীরাই আমার কাছে সমান কারণ সবার’ই রয়েছে সমান অধীকার, আমি সরকারের হয়ে প্রতিনিধিত্ব করছি আপনাদের জন্যেই সুতরাং আমি কাউকে বড় ছোট করে দেখি না তবে যদি কোথাও অনিয়ম বা কোন বিশৃঙ্খলা দেখা যায় তবে অবশ্যই আমাকে জানাবেন এর উপযুক্ত ব্যবস্থা আমি নিব”।