লুৎফুর রহমান, দুবাই, ইউএই: প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি মৌলভীবাজারের বড়লেখার আগর আতর শিল্পের বাজার মধ্যপ্রাচ্যে অনেক। এই শিল্পকে মধ্যপ্রাচ্য বাজারে প্রথম সারিতে নিয়ে আসতে প্রবাসীদের ভূমিকাই বেশি। আরব আমিরাতের দুবাইয়ে বড়লেখা ওয়েলফেয়ার এসোসিয়েশনের সংবর্ধনা সভায় এসব বলেছেন বক্তারা। শুক্রবার দুবাইয়ের একটি রেস্তোরায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক আবু তাহের। সংবর্ধিত অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আগত শিক্ষানুরাগি ও সমাজসেবী ফয়সল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আগত মো: মোস্তাক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সভাপতি, বর্ণি ইউনিয়ন ডেভ
লাপমেন্ট সোসাইটির সভাপতি আব্দুর রউফ সোহেল, বিশিষ্ট ব্যবসায়ী ফখরুল আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী জয়নুল আব্দুল খালিক, বর্ণি ইউনিয়ন জনকল্যাণ সংস্থার সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, হানিফ আহমদ , ফখরুল ইসলাম, নিয়াজুল ইসলাম, শামীম আহমেদ ও নুরুল হক।

এ সময় আরো বক্তব্য রাখেন বক্তব্য রাখেন, এনাম উদ্দিন, জামাল উদ্দিন, মোহাম্মদ মুস্তাক হোসেন, মুক্তার হোসেন, মাহবুব এলাহী তৌফিক, আশিক আহমদ, সালেহ আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
রেহান উদ্দিন হেলিমের পরিচালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ফখরুল ইসলাম।