দুবাই, ইউএই প্রতিনিধি: দেশীয় পণ্য বিদেশে বাজারজাতের আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইমরান আহমদ। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই ও প্রবাসী ব্যবসায়ীদের মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। অনুমোদনপ্রাপ্ত সংগঠন বিবিসি ১২ ফেব্রুয়ারি মঙ্গলবার দুবাইয়ের একটি অভিজাত হোটেলে এই মতবিনিময় সভার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে প্রবাসীল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ এমপি, দেশের ৩৩ বিলিয়ন রিজার্ভে প্রবাসী ব্যবসায়ীদের অবদানের কথা তুলে ধরে বলেন, প্রবাসী ব্যবসায়ীরা দেশের সুনাম বৃদ্ধি করছে। তিনি প্রবাসী ব্যবসায়ীদের বাংলাদেশি পণ্য বাজারজাতের আহ্বান জানান।
পরিচালনা পর্ষদের সদস্য সাইফুদ্দিন আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবিসির সভাপতি, আল হারামাইন পারফিউমস গ্রুপ এর চেয়ারম্যান, এনআরবি ব্যাংক এর চেয়ারম্যান সিআইপি মাহতাবুর রহমান নাসির।
বিশেষ অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরান, দুবাইয়ের কনসাল জেনারেল ইকবাল হোসেন খান, কমর্শিয়াল কাউন্সেলর ড. রফিক আহাম্মেদ, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমদ মুনিরুস সালেহিন ও আবুধাবীর কমিউনিটি নেতা ইফতেখার হোসেন বাবুল প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ। এছাড়াও বক্তব্য রাখেন বিবিসির সহ সভাপতি রাজা মল্লিক, মাহবুব আলম মানিক, আবুল কালাম প্রমুখ।