লুৎফুর রহমান, দুবাই, ইউএই: দেশের আঞ্চলিক ঐতিহ্য ধরে রাখতে প্রবাসীদের নিজ নিজ এলাকার ঐতিহ্য নিয়ে কাজ করে যেতে হবে। আরব আমিরাতের দুবাইয়ে মৌলভীবাজারের প্রবাসী বড়লেখা সমাজকল্যাণ পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এসব বলেছেন। ৯ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার দুবাইয়ের একটি হোটেলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও এন আর বি ব্যাংকের পরিচালক আলহাজ্ব আব্দুল করিম।
আতিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলদেশ থেকে আগত বড়লেখার নারী শিক্ষা অনার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আগত বড়লেখা পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ তাজ উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাত শাখার সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন চৌধুরী। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাত শাখার সাংগঠনিক সম্পাদক হাজী শফিকুল ইসলাম ও প্রবাসী বর্ণি ইউনিয়ন জনকল্যাণ সংস্থার মুজিবুর রহমান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কামরান আনোয়ার, সুহেল আহমদ, কয়েছ উদ্দিন, হানিফ উদ্দিন, কামাল আহমদ সহ আরো অনেকে।
অনুষ্ঠানে মৌলভীবাজারের অনিন্দ্য সুন্দর উপজেলা বড়লেখার প্রাকৃতিক ঐতিহ্য বিশ্বদরবারে আরো প্রসার করতে সকলকে একযোগে কাজ করার অনুরোধ করা হয়েছে।