মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: প্রবাসী বাংলাদেশিদের সুখ-দুঃখের সাথি ও বিশ্ব বাঙ্গালির জনপ্রিয় ম্যাগাজিন প্রবাস মেলা ৬ষ্ঠ বর্ষে পদার্পণে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কেক কেটে জন্মদিন পালন করা হয়।

উন্নয়নের অংশীদার প্রবাসীরাও দাবিদার এই শ্লোগানে কোটি প্রবাসীর হৃদয় জয় করা ম্যাগাজিন প্রবাস মেলা ২০২০ সালের ১৫ জানুয়ারি ৬ষ্ঠ বর্ষে পদার্পণ করল। বাংলাদেশের অর্থনীতির অন্যতম কারিগর রেমিটেন্স যোদ্ধাদের আশা আকাংখার কথা তুলে ধরাই যার লক্ষ্য। হাটি হাটি পা পা করে দীর্ঘ ৫টি বছর দেশে ও প্রবাসে সুনামের সাথে প্রবাস মেলা সমাদৃত হয়েছে। প্রবাস মেলা’র এই শুভক্ষণে আমি মহিউল করিম আশিক সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি হিসেবে কামনা করি যুগ যুগ ধরে কোটি কোটি প্রবাসীর হৃদয়ে বেঁচে থাকুক প্রবাস মেলা।

আমিরাতের বাণিজ্যিক নগরী দুবাইয়ে প্রবাস মেলা স্বরণে একত্রিত হয়েছিল কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা যাদের মধ্যে ছিলেন প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, মো: নুরুল আলম, প্রকৌশলী ফারুক মাহমুদ চৌধুরী, শিবলী আল সাদিক, এনাম আহম্মেদ, মো: ইদ্রিস, লায়ন ওসমান চৌধুরী, মো: মঞ্জু, কাজী আব্দুল মুনসুর, আজিজুল ইসলাম লিটু, জানে আলম, আব্দুল লতিফ, আবু ইউছুফ রানা, মিয়া মোহাম্মদ সিজ্জিল, ইমান শরীফ ইমু, ইউনুস বাচ্চু, বখতিয়ার উদ্দিন বাবুল, মনির উদ্দীন, মো: পারভেজ, তাকবিরুল ইসলাম বিপুল সহ আরও অনেকে।

এছাড়া আমিরাতের বিশিষ্ট ব্যক্তিরা প্রবাস মেলা’র জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।
প্রবাস মেলা’র উপদেষ্টা, আবৃতিকার এবং টিভি উপস্থাপক মামুন ইমতিয়াজ, সম্পাদক শরীফ মোহাম্মদ রাশেদ, নির্বাহী সম্পাদক শহীদ রাজু, ব্যবস্থাপনা সম্পাদক সাবেরা আক্তার সুখি ও অনলাইন রিপোর্টার আশরাফুল আলম মাসুদ সহ প্রবাস মেলা’র সাথে সংশ্লিষ্ট সকল কলা-কুশলী ও প্রতিনিধিদের উপস্থিত কমিউনিটি ব্যক্তিরা শুভেচ্ছা জানিয়েছেন।
তারা আশা করেন প্রবাস মেলা রুচিশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অঙ্গীকারাবদ্ধ থাকবে এবং এর ধারাবাহিকতা বজায় রেখে সামনের দিকে এগিয়ে যাবেন।
শেষে উপস্থিত কমিউনিটি ব্যক্তিদের সম্মানে এক নৈশভোজের আয়োজন করা হয়।