মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই এর আয়োজনে বাংলাদেশ কন্সুলেট দুবাই এর কমার্শিয়াল কাউন্সিলর ড. এ কে এম রফিক আহম্মেদের বিদায় উপলক্ষে শুক্রবার দুবাই রেডিসন ব্লু বলরুমে সংর্বধনা সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই এর প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মাহাতাবুর রহমান নাসির সিআইপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো: ইমরান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কন্সুলেট দুবাই এর কনসাল জেনারেল মো: ইকবাল হোসাইন খান।
বিজনেস কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান এর পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি আইয়ুব আলী বাবুল, সহ সভাপতি রাজা মল্লিক, এক্সজিকিউটিভ মেম্বর আবুল কালাম সিআইপি, এক্সকিউটিভ মেম্বর জাকির হোসেন ও এক্সকিউটিভ মেম্বর জাকির হোসেন হাফিজ সহ আরও অনেকে।
বাংলাদেশ কন্সুলেট কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ফাতেমা জাহান, প্রবাস লামারাং, নুরে মাহাবুবা জয়া, ফকির মোহাম্মদ মনোয়ার সহ আরও অনেক।
অনুষ্ঠানে আমিরাতের বিভিন্ন স্টেটের গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন সদস্য আলহাজ্ব মাও: ফজলুল কবির চৌধুরী।