লুৎফুর রহমান, দুবাই, ইউএই: আরব আমিরাতের সাধারণ ক্ষমার আর অল্প কদিন বাকি। মূলত বাংলাদেশ দূতাবাসের অনুরোধে এ সময় বাড়িয়েছে আমিরাত সরকার। তাই সময়ের মধ্যে পুলিশ ভেরিফিকশনের মধ্যে এখনো যেসব বাংলাদেশিদের পাসপোর্ট দেশ থেকে আসেনি তাদের পুলিশ ভেরিফিকশনে সবাইকে যার যার অবস্থান থেকে দেশে সহযোগিতা করার আহবান জানিয়েছেন দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল ইকবাল হোসেন খান। বাংলাদেশ কনসুলেটে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আরব আমিরাত শাখার নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আহবান জানান।
১৩ নভেম্বর মঙ্গলবার বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ে নবনিযুক্ত কনসাল জেনারেলের সাথে শুভেচ্ছা বিনিময়ে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আরব আমিরাতের শাখার প্রতিনিধিদল গেলে তিনি আরো বলেন, প্রবাসীদের জীবন মান উন্নয়নে দূতাবাসের পাশাপাশি কমিউনিটিকেও কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাত শাখার পৃষ্ঠপোষক নজরুল ইসলাম চৌধুরী, প্রধান উপদেষ্টা বদরুল হক চৌধুরী, উপদেষ্টা সাবেক সিআইপি আশিক মিয়া, সংগঠনের সভাপতি ও এনআরবি ব্যাংকের পরিচালক আলহাজ্ব আব্দুল করিম, সহ সভাপতি আব্দুর রব, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী, যুগ্ম সম্পাদক খন্দকার হুমায়ূন কবীর, ছালেহ আহমদ, সহ অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, সমাজকল্যাণ সম্পাদক চুনু মিয়া ও প্রকাশনা সম্পাদক একাত্তর টিভি প্রতিনিধি লুৎফুর রহমান ও ফটোজার্নালিস্ট জাবেদ আহমদ।
এ সময় সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ নেতৃবৃন্দ দুবাইয়ে বিমানে প্রবাসীদের লাশবহনে সমস্যা, জনতা ব্যাংকের বুথ সকল শ্রমিক এলাকাতে স্থাপন ও উত্তর আমিরাতে বাংলাদেশী স্কুল প্রতিষ্ঠার দাবী জানালে কনসাল জেনারেল তা আন্তরিক ভাবে উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
এ সময় ফুলেল শুভেচ্ছায় নতুন কনসাল জেনারেলকে শুভেচ্ছা জানান সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আরব আমিরাত শাখার নেতৃবৃন্দ।