মহিউল করিম আশিক, দুবাই, ইউএই: বিশ্বব্যাপী অরাজনৈতিক তরিক্বতভিত্তিক আধ্যাত্মিক সংগঠন মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ৫৭ নম্বর দুবাই শাখার উদ্যোগে অনুষ্ঠিত মাহফিলে মরুর বুকে এসে বুঝলাম কাগতিয়া দরবারের হাকিকত উল্লেখ করে বক্তারা বলেন, ‘মুসলমান নর-নারীকে প্রিয় নবী (দ.) এর সুন্নত মোতাবেক দৈনন্দিন জীবনযাপন করতে রুহানীভাবে সাহায্য করে যাচ্ছেন, চট্টগ্রাম কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মহান মোর্শেদ আওলাদে রাসূল হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দাজিলুহুল আলী ছাহেব।
তারা আরও বলেন, ‘কাগতিয়ার দরবারের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হু নিজের গাউছিয়্যতের ছায়াতলে পথহারা যুব সমাজকে ডেকেছেন তরিক্বতের পানে, শরীয়তের পথে, কুরআন-সুন্নাহ পথে। যা বাস্তব-জীবনে প্রতিফলন পাচ্ছি আমরা মরুর বুকে এসে। শত ব্যস্ততার মাঝেও এ প্রবাসে কুরআন-সুন্নাহ’র আলোকে নিজের জীবনকে পরিচালনা করে যাচ্ছেন কাগতিয়া দরবারের অনুসারীরা।’
২২ ফেব্রুয়ারি শুক্রবার আমিরাতের স্থানীয় সময় বাদে মাগরিব হতে বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের আল-ছাতুয়া বড় মসজিদের ভবন হলে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) ও খলিলুল্লাহ আওলাদে মোস্তাফা (দ.), খলিফায়ে রাসুল, হযরত শায়খ সৈয়্যদ গাউছুল আজম (রা.) স্মরণে এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলামের পরিচালনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ মনির উদ্দীন। শুরুতে পবিত্র আল-কোরআন থেকে তেলোয়াত করেন, মাওলানা মুহাম্মদ ফজলুল করিম, নাতে মোস্তাফা পেশ করেন মুহাম্মদ সাজ্জাদ হোসেন, কছিদা শরীফ পেশ করেন, মুহাম্মদ হাসান উল্লাহ আজাদ ও মুহাম্মদ বোরহান।
স্বাগত বক্তব্য দেন ইঞ্জিনিয়ার মুহাম্মদ জাহেদুল ইসলাম, তকরির পেশ করেন, মাওলানা মুহাম্মদ সেকান্দর বারী। সভাপতির সমাপনী বক্তব্য শেষে মহান মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলীর হায়াতে আবেদী, বিমার শেফা ও দেশ,জাতি, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি ও উপস্থিত সকলের ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি এবং কাগতিয়ার গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।