মহিউল করিম আশিক, ইউএই প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক নগরী দুবাইয়ে বাংলাদেশ জেনারেল এর আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের ৪৯তম মহান বিজয় দিবস ২০১৯ পালন করা হয়েছে। এসময় প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনস্যাল জেনারেল মুহাম্মদ ইকবাল হোসাইন খান জাতীয় পতাকা উত্তোলন করেন।
অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে মহান বিজয় দিবসের তাৎপর্য ও শহীদদের স্মরণে আলোচনা সভা করা হয়।
এসময় আরোও উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদস্যরা, আমিরাতে অবস্থানরত প্রবাসী সাংবাদিক, কনস্যুলেটের কর্মকর্তা, ব্যাবসায়ী, কমিউনিটি ব্যাক্তিবর্গ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।