মহিউল করিম আশিক, ইউএই প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাত বরিশাল বিভাগ কল্যাণ পরিষদ এর উদ্যোগে দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের কনস্যাল জেনানেল এর সাথে এক শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। গতকাল কনস্যুলেট ভবনে কনফারেন্স রুমে সংযুক্ত আরব আমিরাত বরিশাল বিভাগ কল্যাণ পরিষদের পক্ষ থেকে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগ কল্যাণ পরিষদের সভাপতি ও বাংলাদেশ বিজনেজ কাউন্সিলের সহ-সভাপতি মোহাম্মদ রাজা মল্লিক, উপদেষ্টা মো: আব্দুল হাই, সহ-সভাপতি মাহাবুবর রহমান, সহ-সভাপতি সিরাজুল হক, সাধারণ সম্পাদক নোমান আফতাব, মো: মামুন অর রশীদ, প্রচার সম্পাদক সম্পাদক তানভিন আহম্মেদ চৌধুরী মিঠু, যুগ্ম সম্পাদক, মাহাবুবর রহমান, শহীদুল ইসলাম শাহেদ, মহিবুল্লাহ।
এ সময় বরিশাল বিভাগ কল্যাণ পরিষদের বার্ষিক বনভোজন ২০১৯ই উপলক্ষে বরিশাল বিভাগ কল্যাণ পরিষদের পক্ষ থেকে কনস্যাল জেনালের ইকবাল হোসাইন কে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলে তিনি আন্তরিকতার সহিত আমন্ত্রন গ্রহণ করেন। এ সময় বরিশাল বিভাগ কল্যাণ পরিষদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের ভাবমুর্তি উজ্জল রেখে দেশের সুনাম বৃদ্ধিতে এক সাথে কাজ করার আহবান জানান।