মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: বঙ্গবন্ধু মহিলা পরিষদ এর আয়োজনে ১২ ই এপ্রিল মুশরিফ পার্ক এ নবান্ন উৎসব উদযাপন করা হয়। বঙ্গবন্ধু মহিলা পরিষদ এর প্রতিষ্ঠাতা সভাপতি কাওসার নাজ নাসের এর সমন্বয় নবান্নের এ অগ্রিম আয়োজন।
প্রবাসের মাটিতে স্বদেশের কৃষ্টি আর সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার প্রয়াসে বৈশাখের দু’দিন পূর্বে ছুটির দিনটিকে বেছে নেয়া হয়। অনুষ্ঠান এর সার্বিক সহযোগীতায় ছিলো এফ এম ষ্টাইলস। আমিরাতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা দীর্ঘ প্রায় এক যুগ ধরে বঙ্গবন্ধু মহিলা পরিষদ এর উদ্যোগে এমন মিলন মেলার আয়োজন করে আসছে।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সানজিদা ইসলাম। বরাবর এর মত পিঠা ও বিরিয়ানী প্রতিযোগিতা ছিলো অন্যতম প্রতিপাদ্য। এছাড়া শিশু, নারী ও পুরুষদের ছিলো ভিন্ন ভিন্ন বিনোদনমূলক প্রতিযোগীতার আয়োজন। উক্ত অনুষ্ঠানে আমিরাতের গন্যমান্য ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।