মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: বিশ্ব ভ্রমণে পর্যটকদের পছন্দের তালিকায় অন্যতম শহর দুবাই। আমিরাতের বাণিজ্যিক শহর দুবাই নানা কারণেই পর্যটকদের শীর্ষ তালিকায় থাকে ।
প্রতিদিন বিশ্বের নানা দেশ থেকে অসংখ্য পর্যটক ভিড় করেন আরব আমিরাত তথা দুবাইয়ে। পর্যটকদের পরিসংখ্যান গণনা ও দুবাই ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী ২০১৭ সালে ১৫.৭৯ মিলিয়ন ও ২০১৮ সালে ১৫.৯২ পর্যটক দেশটি ভ্রমণ করেছেন।
এছাড়াও আগামী ২০২০ সালে এক্সপো ঘিরে দেশটিতে ২০মিলিয়ন পর্যটকের আগমন ঘটবে বলেও তথ্য প্রকাশ করেছে দুবাই ট্যুরিজম বোর্ড।
এবার ভ্রমণ পিপাসু পর্যটকদের বিনামূল্যে সিমকার্ড দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে দেশটির মোবাইল অপারেটর কোম্পানি ‘ডু’। দেশটির জেনারেল ডিরেক্টরেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেন এফেয়েরা’স এই তথ্যটি জানান।
মেজর জেনারেল মোহাম্মদ আল মারি সংবাদ মাধ্যমকে বলেন, এখন থেকে আমিরাতে ১৮ বছর বয়সের ঊর্ধ্বে যে কোনো পর্যটককে তাদের সহজে যোগাযোগের জন্য বিনামূল্যে ‘ডু’ কোম্পানির সিমকার্ড দেওয়া হবে।
তিনি বলেন, যে কোনো দেশের পর্যটক বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টারে থেকে এই সিম সংগ্রহ করতে পারবেন। এর সংযোগ মেয়াদ থাকবে একমাস।