লুৎফুর রহমান, দুবাই, ইউএই: দেশের নানা জেলা থেকে আসা লোকজনই প্রবাসে যেন এক পরিবারের সদস্য হয়ে থাকে। আর এই ঐক্যবদ্ধ চলাতেই দেশের অর্তনীতির ভীত মজবুত হচ্ছে। দুবাইয়ের মুশরিফ পার্কে কুমিল্লা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএই’র মিলনমেলায় এসব বলেছেন দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান।
তিনি প্রধান অতিথির বক্তব্য রাখতে এসব বলেন। তিনি আরো বলেন, প্রবাসে রাজনৈতিক দল মতের উর্ধ্বে ওঠে সামাজিক সংগঠনের মাধ্যমে সবাই একই প্লাটফর্মে বসতে পারে। এই ঐক্যবদ্ধ প্রয়াসই দেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখে।
সংগঠনের সভাপতি রেমিটেন্স এওয়ার্ডপ্রাপ্ত ব্যবসায়ি মাহাবুব আলম মানিকের সভাপতিত্বে ও কাজী মোহাম্মদ আলীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সভাপতি সিআইপি মাহতাবুর রহমান নাসির, কনসুলেটের শ্রম কাউন্সিলর ফাতিমা জাহান, প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) মিসেস নুর-ই- মাহবুবা জয়া, প্রথম সচিব (শ্রম) ফকির মোহাম্মদ মনোয়ার হোসেন। এ সময় বিমান, জনতা ব্যাংক, বাংলাদেশ কমিউনিটির নানা সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিশু, পুরুষ ও মহিলাদের নানা দেশীয় খেলাধুলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন অতিথিরা।
এ সময় আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান লিটন, সিনিয়র সহ সভাপতি সিআ্ইপি আবুল কালাম সিআইপি , শাহজাহান মিয়াজী, সহ সভাপতি জাকির হোসেন , মহিলা সম্পাদিকা – সিআইপি জেসমিন আক্তার, আশরাফুল ইসলাম, মো: সোহেল আহমদ, নাফিদা আক্তার লাকী, বিথী, সোভা, বাবুল আহাম্মেদ সহ আরো অনেকে।
আমিরাতের নিয়ম কানুন মেনে চলে, ভাল কাজ করে দেশ কে বিদেশের মাটিতে তুলে ধরার আহবান জানানো হয়। সংগঠনটি ২০১৮ সালে আরব আমিরাতে যাত্রা করে কুমিল্লা সদরের সাংসদ আক ম বাহার উদ্দিন এমপির হাত ধরে। এ সংগঠন প্রবাসী এবং কুমিল্লার উন্নয়নে কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।