মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতে বাণিজ্যিক নগরী দুবাইতে শুক্রবার থেকে বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে বিজয় উৎসব ও বইমেলার আয়োজন করা হয়েছে।
জ্ঞান ও মননের আকাঙক্ষা পূরণে ও মধ্যপ্রাচ্যে বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা ও জনকূটনীতি সম্প্রসারণের বিষয়টি বিবেচনায় রেখে দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে বিজয় দিবস উদযাপন ও দ্বিতীয়বারের মতো তিনদিন ব্যাপী বইমেলা আয়োজন করা হয়েছে।
১৫, ১৬ ও ১৭ ডিসেম্বরের এ আয়োজনে শুক্রবার স্থানীয় সময় বিকাল ৫টায় অনুষ্ঠান উদ্বোধন করেছে অধ্যাপক ও লেখক ড. সৈয়দ মনজুরুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে ছিলেন আমিরাতে নিযুক্ত মান্যবর রাষ্ট্রদূত জনাব আবু জাফর। আরও উপস্থিত থাকবেন আমিরাত ও বাংলাদেশের কবি-সাহিত্যিক ও নানা অঙ্গনের লেখকবৃন্দ৷
এ উপলক্ষে গতকাল বুধবার বিকালে দুবাই কনস্যুলেট হলরুমে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ কনস্যুলেট। সংবাদ সম্মেলনে কনস্যুলেটের কনসাল জেনারেল জনাব বি.এম. জামাল হোসেন মেলার সার্বিক প্রস্তুতি তুলে ধরে একটি লিখিত বক্তব্য উপস্থাপন করেন। তিনি জানান, ইতোমধ্যে মেলার সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবারের বইমেলায় ৭০টি স্টল-এ বাংলাদেশী ৩০টি প্রসিদ্ধ প্রকাশনীসহ বিভিন্ন সৃজনশীল ও স্বনামধন্য প্রকাশনা সংস্থা ও স্থানীয় প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।
দ্বিতীয়বারের এই বইমেলায় আমিরাতসহ বিভিন্ন দেশের কবি সাহিত্যিক উপস্থিত থাকার কথাও জানান জনাব কনসাল জেনারেল। থাকছে স্বনামধন্য শিল্পীদের পরিবেশনায় বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।
তিনি বলেন, বইমেলায় প্রতিদিন স্থানীয় ও দেশী – বিদেশী খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি নতুন বইয়ের মোড়ক উন্মোচন, বইয়ের আলোচনা, সাহিত্য বিষয়ক সেমিনার, আলোচনাসভাসহ বিভিন্ন সৃজনশীল, শিক্ষামূলক অনুষ্ঠান ও বাচ্চাদের জন্য প্রতিযোগিতার আয়োজন রয়েছে।
গতবছর বইমেলায় অংশ নিয়ে প্রবাসীরা দাবি তুলেছিলেন প্রতিবছর যেন এ আয়োজন অব্যাহত থাকে৷ প্রবাসীদের দাবির প্রেক্ষিতে ও প্রবাসীদের মাঝে বাংলা সাহিত্যের প্রাণ সঞ্চার করার লক্ষ্যে আবারও এই বইমেলার আয়োজন করা হয়েছে।
মেলায় সর্বমোট ৭০ টি স্টল তৈরির বাবদ যা খরচ হবে তাই ভাড়া নির্ধারণ করা হবে বলে সংবাদ সম্মেলনে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ঠদের উদ্দেশ্য করে জনাব বি.এম. জামাল হোসেন জানান।
পাঠক সমাজ, বই প্রেমী, সুধীজন, সুহৃদ তরুণ সমাজ, যুব সমাজসহ সব বয়সী সর্বস্তরের শ্রেণী পেশার মানুষকে সপরিবারে বন্ধু-বান্ধবসহ মেলায় আসার জন্য আহবান জানান বিএম জামাল হোসেন।