তপন বাগচী
১.
আঁধার কপাট খুলে একা ফুটে থাকি
প্রশস্ত কপালে দেই জ্বলজ্বলে টিপ
লক্ষ্মী রাত চুপ করে নীরবে ঘুমায়
চুলের ভূগোলে জাগে রত্মময় দ্বীপ
স্মৃতির মদির ঢেউ একা নেচে যায়
নিশুতি বিজন বনে ঝাপটায় পাখি
তোমার গভীর মুখ বুকে এঁকে রাখি।
২.
তোমাকে দেখতে পায় তিনটি সাগর
তোমার হাতের কাছে জাগে হিমালয়
তোমাকে পাহারা দেয় উত্তরের বন
ত্রিবেণীর শুষ্ক ধারা এঁকেবেঁকে বয়
দূরের জমিনে একা কাঁদে মহাজন
অকৃত পসরা নিয়ে ফেরে সদাগর
আমাকে দেখায় ভয় অচেনা নাগর।