প্রবাস মেলা ডেস্ক: মুজিববর্ষ উপলক্ষে সরকারি অনুদানের দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে আসছেন প্রখ্যাত অভিনেত্রী-নির্মাতা অরুণা বিশ্বাস। এই দুটি চলচ্চিত্রের রচনা ও পরিচালনা করছেন তিনি নিজেই। বর্তমানে ঢাকার বেশ ক’টি লোকেশনে এর শুটিং চলছে বলে জানান গুণী এই অভিনেত্রী। এর ভেতরে মুজিব শতবর্ষের চলচ্চিত্র ‘এক আজলা আগুন’-এ অভিনয় করেছেন দিলারা জামান, অরুণা বিশ্বাস, পীরজাদা শহীদুল হারুন, রিমু রোজা খন্দকার ও এস আই শহীদসহ অনেকে। আরেক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা বত্রিশ নম্বর’-এ অভিনয় করেছেন অরুণা বিশ্বাস, শহীদুল আলম সাচ্চু, জয়ন্ত চট্টোপাধ্যায়, আশনা হাবিব ভাবনা প্রমূখ।
দেশমাতৃকা, বঙ্গবন্ধু ও স্বাধীনতা সংগ্রামকে কেন্দ্র করে এই চলচ্চিত্র দুটি গত ২ বছর ধরে স্ক্রিপ্ট করেছেন নির্মাতা অরুণা বিশ্বাস। উল্লেখ্য, কিংবদন্তী সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমলেন্দু বিশ্বাসের কন্যা অরুণা বিশ্বাস গত ৩ দশক ধরে টিভি ও চলচ্চিত্রে নিয়মিত কাজ করছেন। তার সমসাময়িক অনেকেই অভিনয় থেকে অবসর বা ছিটকে পড়লেও ভীষণ নিষ্ঠার সাথে কাজটি করছেন তিনি। অরুণা বিশ্বাস জানান, ‘আমার জীবনের প্রতিটি নির্মাণেই এক ধরণের সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করেছি। আর এই দুটি কাজ যেহেতু জাতির পিতাকে নিয়ে। তাই গত ২ বছর আমি স্টাডি করেছি এই দুটি প্লট তৈরি করার জন্য। গল্পটা এখনই আমি বলতে চাই না। সেটা রিলিজের পরেই দর্শকরা দেখবেন। কিন্তু এক ভিন্নকোণ থেকে আমি বঙ্গবন্ধু ও স্বাধীনতাকে উপস্থাপন করেছি। স্বল্পদৈর্ঘ্য ছবিতে শুধু ব্যাপ্তিটাই কম থাকে। বাকি গল্প ভাবনা, আয়োজন ও নির্মাণের পরিশ্রম কিন্তু এক। আমি খুব বেছে বেছে চরিত্রগুলো নিয়েছি এবং আমার প্রত্যেক শিল্পী স্ব-স্ব জায়গায় প্রতিষ্ঠিত ও পরিক্ষীত।