প্রবাস মেলা ডেস্ক: প্রায় দুই মাস বন্ধ থাকার পর আবারও কানাডার নাগরিকদের জন্য ই-ভিসা চালু করেছে ভারত। গত ২১ সেপ্টেম্বর থেকে এই ভিসা সেবা বন্ধ ছিল। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, খালিস্তান ইস্যু নিয়ে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েনের জেরেই অনির্দিষ্টকালের জন্য কানাডার নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছিল ভারত।
এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, দেশটিতে খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জর খুনের পেছনে ভারতের হাত রয়েছে। যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি বন্ধুরাষ্ট্রের কাছে এই বিষয়ে ভারতকে নিন্দা করার আবেদনও জানায় কানাডা। যদিও প্রথম থেকেই এই অভিযোগ উড়িয়ে দিয়ে ভারত জানিয়েছে, এই অভিযোগ ‘অবাস্তব ও উদ্দেশ্যপ্রণোদিত’।
এরপর থেকেই দু’দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন দেখা দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে ভারত থেকে ৪১ জন কূটনীতিককে দেশে ফিরিয়ে নেয় কানাডা।