আখি সীমা কাওসার, রোম ,ইতালি প্রতিনিধিঃ অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দু’টি ক্যাটাগরিতে ইতালিতে অবৈধদের বৈধ করণের আইনটি চূড়ান্ত হলো। ইতালিতে প্রায় কোটি নাগরিক সহ ৬ লাখ অবৈধদের কথা বিবেচনা করে ৫৫ বিলিয়ন ইউরোর একটি ডিক্রি চূড়ান্ত হয়েছে। এই ডিক্রিতে বলা হয়েছে যারা সাময়িক ভাবে কাজ থেকে অব্যাহতি নিয়ে বাসায় আছেন তাদের মুল আয়ের শতকরা ৮৫ভাগ অর্থ সরকারি ভাবে প্রদান করা হবে। বেবি সিটারের একটি বোনাস দেওয়া হবে বলেও ঐ ডিক্রিতে উল্লেখ আছে। বেকারদেরকে বিশেষ তহবিলের আওতায় এনে অর্থ প্রদান করা হবে। যা ইতালিতে বিরল এবং সাধারণ জনগণের মধ্যে অনেক প্রশংসিত হয়েছে সরকারের এই বেকারদের অর্থ দেয়ার পলিসি। এরকম অনেক গুলো সেক্টর নির্ধারণ করে বিশাল বাজেটের এই ডিগ্রি ঘোষণা করা হয়। এরসাথে ইমিগ্রেশন বিষয়টিও ওতোপ্রোতোভাবে জড়িত। সে ক্ষেত্রে করোনা ভাইরাসের কারণে ইতালিতে অবৈধ অভিবাসীরা বৈধতা পাচ্ছে, অর্থাৎ কৃষিখাতে এবং বাসাবাড়িতে যারা বৃদ্ধ মানুষদের লালন-পালন করছে বা বাসাবাড়িতে কাজ করছে, তারাই কেবল বৈধতা পাবে ,অর্থাৎ তাদের মালিক ৪০০ ইউরো ট্যাক্স সহ আবেদন করবেন তার কর্মচারীর জন্য। শুধুমাত্র এই দুটি খাতকেই বিশেষ প্রাধান্য দেয়া হয়েছে যেহেতু একটি দেশের অর্থনীতির চাকা সচল থাকে কৃষিখাতকে মজবুত করতে পারলেই, তাই কৃষিখাতের উপর বেশি নজর দেয়া হয়েছে ।
অবশ্য এতে কৃষিমন্ত্রীর জোরালো প্রস্তাবকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই এই ডিক্রিতে আরেকটি কথা উল্লেখ ছিল অন্যান্য অবৈধ যারা আছে অর্থাৎ ২০১৯ এর আগে যারা এই দেশে প্রবেশ করে অবৈধভাবে বসবাস করছেন তাদের বেলায় শর্তসাপেক্ষে ৬মাসের জন্য। বৈধতার ডকুমেন্টস পাবে অর্থাৎ তাকে একটি কন্ট্রাকের কাজ জোগাড় করে তার বৈধতার কাগজ নবায়ন করতে পারবে ।এটি আরও তিন, চার মাস পূর্বে আলোচনায় ছিলো বিষয়টি । কিন্তু অবকাঠামো দিক থেকে রাজনৈতিক দলের মতভেদ ছিলো। করোনার এই পরিস্থিতিতে কৃষি খাতকে বেশি প্রধান্য দিয়ে অবৈধদের বৈধতা দেওয়ার বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে। তারই ধারাবাহিকতায় ১২ মে, ২০২০ মঙ্গলবার মধ্যরাতে কোয়ালিশন সরকারের দুই রাজনৈতিক দল ফাইভ স্টার মুভমেন্ট এবং ডেমোক্রেটিক পার্টির মধ্যে আলোচনার পর ঐক্যমত হলে বৈধতার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে সরকার। যেকোনো মুহূর্তে অধ্যাদেশ জারি হতে পারে।
তবে শুধুমাত্র দুটি সেক্টরে এই বৈধতা দেবার কারণে অনেক বাংলাদেশি এই সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন বলে আশঙ্কা রয়েছে। কৃষি কাজ এবং বাসাবাড়ির কাজ ও প্রবীণদের (কল্ফ ও বাদান্তে) দেখাশোনার কাজে নিয়োজিত অবৈধ অভিবাসীরাই এ সুযোগ পাবে। দেশটির কৃষিমন্ত্রী বলেছেন, এই ২ সেক্টরের বাইরে এই মুহূর্তে আমাদের বিবেচনায় অন্য কিছু নেই-মৌসুমী কাজের ভিসা নিয়ে আসা প্রায় ২ লাখ প্রবাসী শ্রমিক এখানে অবৈধ হয়ে পড়ে। করোনা ভাইরাসের কারণে কৃষিখাতে শ্রমিক সংকট দেখা দেয়। আদেশকৃত এই ডিক্রিতে বারবার উল্লেখ করা হয়েছে আগামী ১ জুন থেকে ১৫ই জুলাইর মধ্যে অবৈধ অভিবাসীরা বৈধতার জন্য আবেদন করতে পারবেন। তবে চলতি বছরের ৮ মার্চের আগে থেকে যাঁরা কৃষিকাজ কিংবা বৃদ্ধ-বৃদ্ধাদের সেবাযত্ন ও বাসাবাড়ির ডমেস্টিক কাজ করছেন তাঁদের মালিকরা ৪০০ইউরো টাক্স দিয়ে নিজ শ্রমিকের জন্য আবেদন করবেন। (মালিক যদি তার শ্রমিকের জন্য ৪০০ইউরো ট্যাক্স পে করে আবেদন করতে অপারগতা জানায় ,তবে সে ক্ষেত্রে শ্রমিক নিজেই তার আবেদন করতে পারবেন)। কাজের মালিক ছাড়াও শুধুমাত্র তাঁরাই আবেদন করতে পারবেন যাঁদের স্টে পারমিট ২০১৯ সালের ৩১ অক্টোবরের পর নবায়ন হয়নি।
এই দুই ক্যাটাগরি ছাড়া বৈধতার ভিন্ন কোন সুযোগ অধ্যাদেশে নেই। ।শুধুমাত্র যার যার কর্ম ক্ষেত্রের মালিকরা উপযুক্ত প্রমাণ সহ সরকারি ট্যাক্স ৪০০ ইউরো জমা দিয়ে ১ জুন থেকে ১৫ জুলাইয়ের মধ্যে আবেদন করতে পারবেন। কাজের কন্ট্রাক্ট যতদিনের করা হবে ঠিক ততো সময়ের জন্যই সংশ্লিষ্ট শ্রমিককে স্টে পারমিট (পেরমেসসো দি সোজ্জর্নো) দেয়া হবে। প্রধানমন্ত্রী প্রফেসর জুসেপ্পে কন্তে’র ক্যাবিনেটে অনুমোদনের জন্য অধ্যাদেশ এভাবেই চূড়ান্ত হয়েছে। এই অধ্যাদেশ মোতাবেক কাজের কন্ট্রাক্ট বা মালিক ছাড়াও আরেক বিশেষ ক্যাটাগরিতে অবৈধ অধিবাসীরা ইতালিতে এ যাত্রায় বৈধতার আবেদেনপত্র জমা দিতে পারবেন মাত্র ১৬০ ইউরো ট্যাক্স জমা দিয়ে। যাদের স্টে পারমিট (পেরমেসসো দি সোজ্জর্নো) ২০১৯ সালের ৩১ অক্টোবরের আগে মেয়াদোত্তীর্ণ হয়ে গিয়েছিল, এই ক্যাটাগরিতে শুধুমাত্র তাঁরাই কাজ খুঁজে নেয়ার জন্য ৬ মাসের বিশেষ স্টে পারমিট পাবেন। কাজ খুঁজে পেলে তা পরিবর্তন হবে নর্মাল স্টে পারমিট হিসেবে।

তবে এক্ষেত্রে শুধুমাত্র কৃষিকাজ কিংবা বৃদ্ধ-বৃদ্ধাদের সেবাযত্ন ও বাসাবাড়ির ডমেস্টিক কাজে যোগদান সাপেক্ষেই স্টে পারমিট পরিবর্তন করা যাবে। ইতালি সরকারের এই সিদ্ধান্তে প্রবাসীরা সন্তোষ প্রকাশ করলেও দালালদের সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান অনেকেই। কাজেই যারা এই আবেদন করবেন তারা অবশ্যই দালাল চক্রের প্রলোভনে না পড়ে যার যার কর্ম ক্ষেত্রের মালিকের সহযোগিতায় এই আবেদন করতে পারবেন। ইতালিতে সর্বশেষ ২০১২ সালে ইতালীতে অবস্থানকারী অবৈধ অভিবাসীদের বৈধ করে নেয় সরকার বিভিন্ন শর্ত সাপেক্ষে।। দীর্ঘ ৮ বছর পর দেশটিতে বৈধতার ঘোষণা আসলেও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে অনেকের ভাগ্যই অনিশ্চিত রয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে ।