আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: ২৭ মার্চ ২০২৪ থেকে রোম-ঢাকা-রোম রুটে ইতালি প্রবাসী বাংলাদেশীদের দীর্ঘ প্রতীক্ষার পর আবার চালু হচ্ছে বাংলাদেশ বিমানের চলাচল। এ উপলক্ষে বাংলাদেশ বিমান রোমে আয়োজন করে এক বর্ণাঢ্য অনুষ্ঠান। ডিস্টালের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ বিমানের পরিচালক মার্কেটিং এন্ড সেলস মোহাম্মদ সালাউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আর এই অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রতিত অতিথি ছিলেন- বাংলাদেশ প্রেস ক্লাব ইতালির সভাপতি আফজাল হোসেন রোমান, সাধারণ সম্পাদক এমবি রিয়াজ হোসেন, সদ্য প্রাক্তন সভাপতি খলিল কাওসার শাহিন, যুগ্ম সম্পাদক শিমুল রহমান, প্রচার সম্পাদ সজীব আহমেদ রিয়ন এবং সদস্য হাসান মাহমুদসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
উক্ত অনুষ্ঠানের নিউজ কাভারেজ ছাড়াও বিমানের কর্মকর্তাদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদকসহ অন্যরা। দীর্ঘ ৯ বছর বন্ধ থাকার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই রুটে বিমান আবার চালু হচ্ছে, এতে রোম প্রবাসী বাংলাদেশীদের মধ্যে আনন্দ বয়ে বেড়াচ্ছে ।
ডিস্টালের কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশ বিমানের ম্যানেজার কমার্শিয়াল প্রিচিং, রেজাউল হক, এজেন্সি ইন্টারলাইন ম্যানেজার শফিউদ্দিন আহমেদ, ডিস্টালের ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিসকো ভেনিজুয়েয়ান, সিইও ফ্রান্সিসকো স্গামবেল্লুরি এবং সিএসবি ট্রাভেলস এর কর্ণধার বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল আহমেদ বাবুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
আগামী ২৬ শে মার্চ দিবাগত রাত সাড়ে তিনটায় বাংলাদেশ থেকে রোমের উদ্দেশ্যে বিমান ছেড়ে আসবে এবং ইতালির রাজধানী রোমে এসে পৌঁছাবে সকাল সাড়ে আটটায়। বাংলাদেশ বিমান ২৭ মার্চ সকাল দশটায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে বলে জানিয়েছেন ।