প্রবাস মেলা ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ব্রিটেনে চালু হলো ই-পাসপোর্ট কার্যক্রম। স্থানীয় সময় ১১ অক্টোবর ২০২৩, বুধবার লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে ভোগান্তি কমায় উচ্ছ্বসিত প্রবাসীরা। আনুষ্ঠানিকভাবে ই-পাসপোর্ট সেবার উদ্বোধন হলো যুক্তরাজ্যে। আয়ারল্যান্ড প্রবাসীরাও থাকছেন এই সেবার আওতায়।
লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের বঙ্গবন্ধু লাউঞ্জে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ই-পাসপোর্ট চালুর মাধ্যমে দেশের উন্নয়নে এবং দেশকে বিশ্বে উচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত করতে বর্তমান সরকারের এই উদ্যোগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ একটি স্মার্ট দেশ হওয়ার পথে এগিয়ে চলেছে।
ভ্রমণ ও অভিবাসন সহজ করার পাশাপাশি বিদেশে বাংলাদেশের পাসপোর্টের মর্যাদা বাড়াতে বিদেশের সব বাংলাদেশ মিশনে পর্যায়ক্রমে ই-পাসপোর্ট সেবা চালু করা হবে বলে জানিয়েছেন সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী।
ই-পাসপোর্ট কার্যক্রম চালু হওয়ায় উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। তারা বলছেন, দীর্ঘ অপেক্ষার পর এই কার্যক্রম চালু হওয়ায় কমবে ভোগান্তি। হাইকমিশনার সাইদা মুনা তাসনিম তার স্বাগত বক্তব্যে লন্ডন মিশনে ই-পাসপোর্ট সুবিধা বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি ছিল ই-পাসপোর্ট সেবা চালুর। ধারণা করা হচ্ছে, এর মধ্য দিয়ে পাসপোর্ট নিয়ে ভোগান্তি কমবে। একই সঙ্গে প্রবাসীরা চান, বিদেশে থেকেই যেন জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়।