প্রবাস মেলা ডেস্ক: ঈদের আগে বেতন-বোনাস পরিশোধের দাবি জানিয়েছেন ডিইউজের নব-নির্বাচিত নেতারা। গতকাল রোববার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে দায়িত্ব হস্তান্তরের পর এক যৌথসভায় এ দাবি জানানো হয়। সংগঠনের নব-নির্বাচিত প্রথম বছরের সভাপতি সোহেল হায়দার চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকতার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নেতারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সংসার চালাতে হিমশিম খাচ্ছে সাংবাদিক সমাজ। এমতাবস্থায় অনেক পত্রিকা ও টেলিভিশনে সময়মতো বেতন না দেওয়ায় দূর্বিষহ হয়ে উঠেছে তাদের জীবন। এরই মধ্যে মুসলিম উম্মাহর সর্বোচ্চ ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর অত্যাসন্ন। এই উৎসবকে উদযাপন করতে সকল প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকসহ সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন ও চলতি মাসের বেতনসহ ঈদ বোনাস আগামী ৩০ মার্চের মধ্যে প্রদানের অনুরোধ জানান নব-নির্বাচিত নেতারা।
এর আগে বিদায়ী কমিটি নব-নির্বাচিতদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএফইউজেÑবাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নব-নির্বাচিত সভাপতি সাজ্জাদ আলম খান তপু, সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ। এ ছাড়াও উপস্থিত ছিলেন- ডিইউজের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান চৌধুরী, বিএফইউজের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, জাতীয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, বাংলাদেশ সম্পাদক ফোরামের সভাপতি রফিকুল ইসলাম রতন, ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান খান বাবু, বাচসাসের সভাপতি রাজু আলীম, সাধারণ সম্পাদক রিমন মাহফুজ, সাবেক সহসভাপতি খন্দকার মোজাম্মেল হক।
দ্বিতীয় অধিবেশনে বক্তব্য রাখেন নব-নির্বাচিতদের মধ্যে সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম মিঠু, সহ সভাপতি ইব্রাহীম খলিল খোকন, যুগ্ম সম্পাদক মো: শাহজাহান মিঞা, কোষাধ্যক্ষ সোহেলী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোলাম মুজতবা ধ্রুব, আইন বিষয়ক সম্পাদক আসাদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ মামুন শেখ, দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী, কল্যাণ সম্পাদক শাহজাহান স্বপন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দুলাল খান, নারী বিষয়ক সম্পাদক সুমি খান, নির্বাহী পরিষদ সদস্য নাসরিন বেগম গীতি (নাসরিন গীতি), এ এম শাহজাহান মিয়া, আনোয়ার সাদাত সবুজ, সাজেদা হক, আহমেদ মুশফিকা নাজনীন, রারজানা সুলতানা, অনজন রহমান, আরটিভির ইউনিট চিফ শাইখুল ইসলাম উজ্জল।
এর আগে সর্বকালের সর্বশেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।