করোনা ভাইরাস এর কারণে লকডাউন হওয়ায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের উপার্জনহীন, গরীব অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী উপহার দেওয়া হয়েছে। ১৫ এপ্রিল, ২০২০ বুধবার সকাল ১১টায় বিশিষ্ট সমাজসেবক ও ইঞ্জিনিয়ার মোঃ ফখরুজ্জামান এর আয়োজনে পূর্ব জোড়কানন ইউনিয়নের মথুরাপুর আলহাজ্ব নুরুজ্জামান নূরানী হাফেজীয়া মাদ্রাসা মাঠে ৯টি ওয়ার্ডে ৬ শত পরিবারের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নির্বাহী অফিসার মিয়া মোহাম্মদ কিয়ামউদ্দিন, পূর্ব জোড়কানান ইউনিয়ন চেয়ারম্যান এম হারিস মিয়া, কুমিল্লা বেতার উপ-পরিচালক মাসুদুজ্জামান, মেম্বার কাজী ফজল, ওহীদ মাস্টার, ইকরাম হাসান মানিক, তৌফিকুল ইসলাম রিপন, খন্দকার সোহেল রেজা, ইয়াসিন আরাফত, রাহিদ, সাঈদ সহ অন্যান্যরা।